‘খবর হুনলে মনে অয়, দেশে কোনো কিছুর অভাব নাই, বাজারে গেলে আগুন’
‘এহন ডাইল ভাত লবণ দিয়া খাইয়া বাঁচব, সেই উপায় নাই। বাজারে আইলে হুনি সব জিনিসের দাম বাড়তি। টিভির খবর হুনলে মনে অয় দেশে কোনোকিছুর অভাব নাই, বাজারে গেলে বুজুন যায় জিনিসপাতির দামে কিরুম আগুন লাগছে। সরকার এইগুলায় কি নজর দিবার পারে না?’