Ajker Patrika

জামালপুর জেলা কারাগারের ২ কয়েদির মৃত্যু

জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা কারাগারের ২ কয়েদির মৃত্যু

জামালপুর জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়।

মৃতরা হলেন-মেলান্দহের কাংগালকুশা গ্রামের ইয়াকুব আলী। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

অন্যজন শাহিন হাওরাদার মাদারগঞ্জের কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি এবং জামালপুর সদর থানায় মাদক আইনে দুটি মামলা ছিল। তিনি গত ২৯ অক্টোবর থেকে কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহিন হাওলাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর ভোর সাড়ে ৫টার দিকে ইয়াকুব আলী অসুস্থ হলে তাঁকেও জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত একজন আসামি। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থবোধ করলে কারাগারের চিকিৎসকের পরামর্শে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অপরজন শাহিন হাওরাদার মাদক মামলায় কারাগারে ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁকে তাৎক্ষনিক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীনবস্থায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত