Ajker Patrika

বাকৃবিতে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে মারামারি

বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে মারামারি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল ও শহীদ শামসুল হক হল ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়। 
তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে বিষয়টি মীমাংসা করে দেন। মারামারিতে জড়ানোরা সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১টার দিকে শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে শহীদ শামসুল হক হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় হল গেটের সামনে নাজমুল আহসান হল ছাত্রলীগ ও শহীদ শামসুল হক ছাত্রলীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষে আশরাফুল হক হল ও শহীদ জামাল হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন। 

নাজমুল আহসান হলের এক শিক্ষার্থী বলেন, ‘আমি রাত ১টার দিকে ফসিলের মোড়ের উদ্দেশ্যে হল থেকে বের হই। ওই সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে মারামারি দেখতে পাই।’ 

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বাউ মিউজিক্যাল রেজিমেন্টের একজন সদস্য বলেন, ‘মিউজিকাল রেজিমেন্টের নতুন কমিটি গঠনের পর পদ না পেয়ে অনেকের মধ্য অসন্তোষ দেখা দেয়। দলীয়করণ করে কমিটিতে পদ দেওয়া হয়েছে। যারা মূলত গান নিয়ে কাজ করে তাদের অনেকের কমিটিতে নাম রাখা হয়নি। কমিটির পদ পাওয়া নিয়ে সমস্যার সূত্রাপাত হয়। সে ঘটনা দুটি হলের মধ্যে সংঘর্ষে মোড় নেয়। সংঘর্ষে জড়ানোরা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক ’ 

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুর রহমান শিশির বলেন, ‘রাতের বেলা ঘটনা ঘটায় আমরা তেমন কিছু জানতে পারিনি। তবে যতটুকু জানতে পেরেছি ব্যক্তিগত সমস্যার কারণে ঘটনা ঘটেছে। রাতের বেলা আমরা সহকারী প্রক্টররা কেউই ক্যাম্পাসে ছিলাম না। রাত ২টার সময়ে থাকার কথা না। আমরা সহকারী প্রক্টর যারা আছি কেউ বিশ্ববিদ্যালয়ের আবাসিকে থাকি না। আমরা সবাই ক্যাম্পাসের বাইরে থাকি। বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা ঘটলে আমাদের আসতে সময় লাগে। বিষয়টির সমাধানে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেন।’ 

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘দুই বন্ধুর ব্যক্তিগত সমস্যা ছিল এটি। দুই হলের মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি। রাতের বেলায়ই আমি এবং সেক্রেটারি মেহেদি গিয়ে বিষয়টি সমাধান করে দিয়ে আসি।’ 

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত