Ajker Patrika

নেত্রকোনায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৪: ০২
নেত্রকোনায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৫টি ইয়াবাসহ মোজাম্মেল হক (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বোয়ালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। 

মোজাম্মেল হক খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বোয়ালী গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালী বাজারে সার-বীজ ও ডিজেল বিক্রির দোকান রয়েছে মোজাম্মেলের। গোপন সংবাদে শুক্রবার রাতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক নাজমুস সাকিব মোজাম্মেল হকের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় দোকানে লুকানো ৩৫টি ইয়াবাসহ মোজাম্মেলকে আটক করা হয়। 

উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক বলেন, ‘উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেলের ঘটনা আমাদের জন্য লজ্জাজনক। জেলা কমিটির সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে মোজাম্মেলের আচার-আচরণ ভালো এবং মানুষ হিসেবেও ভালো সে। বাজারে মোজাম্মেলের জমজমাট ব্যবসা আছে, যথেষ্ট সুনাম এবং টাকা-পয়সাও আছে তার। তবু কেন যে মাদক ব্যবসায় জড়াল বিষয়টা মাথায় আসছে না।’

খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাশার বলেন, এ ঘটনায় রাতেই মোজাম্মেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত