Ajker Patrika

দাকোপে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

দাকোপ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ৪২
দাকোপে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

দাকোপে সুতারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় গুনারী হরি মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. অমৃত বৈদ্য। সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ভবতোষ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম আলী ফকির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি জুলু, সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ফকির, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বঙ্কিম মিস্ত্রি, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউসুফ আলী ঢালী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম ফকির।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা মদন মোহন মণ্ডল, জগদীশ কুমার মণ্ডল, সঞ্জীব কুমার মণ্ডল, গৌরপদ হালদার, বিষ্ণুপদ মণ্ডল, পরিমল হালদার, প্রশান্ত সানা, সন্তোষ হালদার, ঠাকুরদাস মণ্ডল, মো. শাহাদাত গাজীসহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

সভায় চেয়ারম্যানসহ ২ নম্বর ওয়ার্ড থেকে নবনির্বাচিত ইউপি সদস্য মুরারি হালদার ও সংরক্ষিত মহিলা সদস্য সুলতা সরদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত