Ajker Patrika

আমনের ফলনে কৃষকের হাসি

দাকোপ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯: ২২
আমনের ফলনে কৃষকের হাসি

মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে বীজতলা পানিতে ডুবে নষ্ট হওয়ার কারণে আমন ধানের ফলন নিয়ে আশঙ্কা ছিল খুলনার দাকোপ উপজেলার কৃষকদের। তবে বর্তমান পরিস্থিতিতে এসে সে শঙ্কা হাওয়ায় মিলে গেছে। আমনের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। বর্তমানে আমন ধান কাটা বা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা। অনুকূল আবহাওয়া ও পোকা মাকড়ের উপদ্রব কম থাকায় এ বছর ভালো ফসল ঘরে তুলতে পারবেন বলে মনে করছেন তাঁরা।

দাকোপের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন মৌসুমের প্রথম দিকটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অতি বৃষ্টির কারণে এলাকার বেশিরভাগ বিল তলিয়ে গিয়েছিল তখন। এতে অধিকাংশ বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন এ অঞ্চলের হাজারো কৃষক। এ সব কারণে আমন চাষ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল। এ অবস্থায় কৃষকেরা পুনরায় বীজতলা তৈরির করে আবারও খেতে আমনের চারা রোপণ করা শুরু করে। কৃষকের নিবিড় পরিচর্যার ফলে সবুজ ধানের খেত এখন সোনালি ফসলে ভরে উঠেছে। কয়েক সপ্তাহ পর খেতের সোনালি ধান উঠবে কৃষকের বাড়িতে।

এ বছর আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকায় দাকোপের কৃষকেরা বাম্পার ফলন ঘরে তোলার সম্ভাবনা দেখছেন। কৃষকেরা প্রস্তুতি নিচ্ছে ধান কাটার জন্য। দাকোপে প্রধান ফসল আমন ধান। এলাকায় কৃষকেরা এক সময় শুধু আমন ধান চাষ করত। আমন মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ধান কাটার কাজ করতে আসে। বর্তমানে আমন মৌসুমে দাকোপের হাট-বাজারে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসা মানুষের ভিড়।

তবে কৃষকেরা বলছেন, বর্তমানে বাজারে শ্রমিকের দাম অনেক চড়া। ফলে কৃষককে ধান কাটার খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দাকোপে চলতি মৌসুমে আমন ধান আবাদি জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৪৮০ হেক্টর। এর মধ্যে স্থানীয় জাতের ধান চার হাজার ১২০ হেক্টর জমিতে ও উপশী জাতের ধান ১৫ হাজার ৩৬০ হেক্টর জমিতে চাষবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ অঞ্চলে সাধারণত আষাঢ় মাসের শুরু থেকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কৃষকেরা আমনের বীজতলা তৈরি করেন। আর শ্রাবণ মাসের মাঝামাঝি থেকে ১৫ ভাদ্র পর্যন্ত আমন ধানের চারা রোপণ করে থাকেন। পৌষ মাসের শুরুতে পাকা ধান কাটা শুরু হয়।

চালনা পৌরসভা এলাকার কৃষক শিবপদ অধিকারী বলেন, এ বছর ১০ বিঘা জমিতে আমন ধান চাষ করছি। বীজ, সার ও শ্রমিকের দাম বেশি থাকায় খরচ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। তার পরে আবার বৃষ্টিতে বীজতলা তলিয়ে অনেক ক্ষতি হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন বেশ ভালো। সব মিলিয়ে এ বছর ভালো ফসল পাবার আশা করছি।

উপজেলার খাটাইল এলাকার কৃষক আলামিন শেখ বলেন, ছয় বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। তিন বার সার ও কীটনাশক ছিটিয়েছি। ফলন মোটামুটি ভালো হয়েছে। তবে খরচ গত বছরের তুলনায় একটু বেশি হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন পাবেন বলে তিনিও জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, ‘এ বছর ফলন অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। এতে কৃষকেরা ইতিমধ্যেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত