Ajker Patrika

চিত্রাঙ্কনে বিভাগে প্রথম দাকোপের মহলদার

দাকোপ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ৫০
চিত্রাঙ্কনে বিভাগে প্রথম দাকোপের মহলদার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুলনা বিভাগ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে দাকোপের কৃতি ছাত্র শ্রেষ্ঠ মহলদার। গত ২৩ নভেম্বর খুলনায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে। ডাঃ মৃন্ময় মহলদার ও তাপসী কবি রায়ের একমাত্র সন্তান শ্রেষ্ঠ মহলদার। সে চালনা এনসি ব্লুবার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

তার এই সাফল্য নিয়ে তার বাবা মৃন্ময় মহলদার বলেন, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মহলদার প্রথম হওয়ায় আমি অনেক খুশি হয়েছি। সে যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারে তার জন্য আমি সবার আশীর্বাদ কামনা করছি। চালনা এনসি ব্লুবার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পল্লব কুমার বিশ্বাস বলেন, আমাদের স্কুলের ছাত্র শ্রেষ্ঠ মহলদার বিভাগীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় আমি অনেক আনন্দিত। আমি তার মঙ্গল কামনা করছি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাহাঙ্গির আলম বলেন, দাকোপের স্কুলছাত্র বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত