Ajker Patrika

জাতিসংঘের উন্নয়ন কাজ পরিদর্শনে সচিব

দাকোপ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ৩১
জাতিসংঘের উন্নয়ন কাজ পরিদর্শনে সচিব

দাকোপে জাতিসংঘের কার্যক্রম পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। গত শনিবার এ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল দাকোপে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জিসিএ প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। তারা উপজেলার তিলডাঙা, সুতারখালি ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়, পল্লিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটিভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, একই ইউনিয়নে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম ইত্যাদি পরিদর্শন করেন।

এ সময় সচিব মো. সায়েদুল ইসলামের সফরসঙ্গী ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহম্মেদ, যুগ্ম সচিব এবং জিসিএ প্রকল্পের জাতীয় পরিচালক মো. ইকবাল হোসেন, উপ-সচিব মাশাহ্দুল কবির, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, থানা-পুলিশের ওসি তদন্ত মো. আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, জলবায়ু পরিবর্তন বিশেজ্ঞ এস কে এম মামুনুর রশিদ, জিসিএ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অশোক অধিকারী, তিলডাঙা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, ইউএনডিপির কর্মকর্তা মো. জাহিদুর রহমান ও লজিক প্রকল্পের পরিমল কর্মকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত