Ajker Patrika

৫ বছর ধরে সেতু বেহাল

দাকোপ প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ২২
৫ বছর ধরে সেতু বেহাল

দাকোপের পানখালী ইউনিয়নের খাটাইল সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংস্কারের অভাবে প্রায় ৫ বছর ধরে সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার হাজারো মানুষ ও বিভিন্ন ভারী যানবাহন। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

সরেজমিনে পানখালী ইউনিয়নের খাটাইল এলাকায় দেখা গেছে, উপজেলা সদর চালনা থেকে লক্ষ্মীখোলা যাওয়ার পথে খাটাইল এলাকায় এই সেতুটির অবস্থান। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করে।

কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্তমানে এই সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুর ওপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর রেলিং ভেঙে গেছে। স্থানীয়ভাবে লোহার সিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বড় বড় গর্ত গুলো। তার ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষসহ ভারী যানবাহন।

দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় এটি ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

খাটাইল এলাকার বাকীবিল্লা জানান, গত পাঁচ বছর ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ চলাচল করছে এর ওপর দিয়ে। কর্তৃপক্ষ এখনো এটি সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি। তিনি সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান।

ইজিবাইকচালক কেসমত গোলদার বলেন, ‘আমরা চালনা থেকে লক্ষ্মীখোলা এলাকার যাত্রী আনা নেওয়া করি। খাটাইলের সেতুটির অবস্থা খারাপ হওয়ায় এটি পার হতে গেলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কিছুদিন আগে একটি গাড়ি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। এখন আমরা যাত্রী নামিয়ে সেতুটি পর হই। আমরা এটি সংস্কারের দাবি যাচ্ছি।’

পানখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ শেখ জানান, খাটাইলের সেতুটি দীর্ঘ দিন যাবৎ মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ওপর দিয়ে চলাচল করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, ‘খাটাইলের সেতুটি মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি আমরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় ও উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। আশা করছি দ্রুত এটি সংস্কার করা হবে।’

উপজেলা প্রকৌশলী ননি গোপাল দাশ বলেন, ‘খাটাইলের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অতি দ্রুত এখানে নতুন করে সেতু নির্মাণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত