Ajker Patrika

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

দাকোপ প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ৫০
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

দাকোপের কালাবগি এলাকায় নবম শ্রেণির এক ছাত্রী উত্ত্যক্তের শিকার হয়েছে। এ ব্যাপারে মেয়েটির বাবা প্রতীকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালাবগির একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে একই এলাকার আব্দুল হাকিম মাঝির ছেলে সাগর মাঝি (২৪) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অ্যাসিড মেরে মুখ ঝলসে দেওয়ার হুমকি দেয় সাগর।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী ঢালি বলেন, এ ঘটনার জন্য সাগরকে আগে দুইবার মারধর করার পরও সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে চলেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, অভিযোগটি পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নলিয়ান নৌ-থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত