দখল হয়ে যাচ্ছে রাজবল্লভ শিবমন্দিরের জমি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে অবস্থিত রাজা রাজবল্লভ শিবমন্দির। মন্দিরের সিএস পরচা অনুযায়ী, মন্দিরটি ২০২ শতাংশ জায়গার ওপর নির্মিত। বর্তমানে মন্দিরের চত্বর বাদে বাকি জায়গা প্রভাবশালীদের দখলে চলে গেছে। এতে সংকীর্ণ জায়গার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে মন্দিরে আসা দর্শন