সিরাজদিখানে ৩০০ বছরের বটগাছ
সিরাজদিখানে ইছামতী নদীর তীরের পুরোনো এক বটগাছ ঘিরে গড়ে উঠেছিল একটি বাজার। বাজারটির নাম বাহেরঘাটা। ১৯৯৮ সালে বাজারটি বিলুপ্ত হয়ে গেলেও, দাঁড়িয়ে আছে বটগাছটি। স্থানীয় লোকজনের মতে, গাছটির বয়স কম হলেও ৩০০ বছর হবে। তবে, কে কখন গাছটি বুনেছিল, সে সম্পর্কে বিস্তারিত বলতে পারেনি কেউই।