Ajker Patrika

পেঁপে চাষে বদলে গেল বক্করের ভাগ্য

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ৫৭
পেঁপে চাষে বদলে গেল বক্করের ভাগ্য

হাইব্রিড পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের কৃষক মো. আবু বক্কর। উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের বাসিন্দা বক্কর ২৮ শতাংশ জায়গায় করেছেন পেঁপে চাষ। ভালো ফলনের পাশাপাশি পেঁপের দামও পাচ্ছেন আশানুরূপ। তাই বক্করের দেখাদেখি পেঁপে চাষে ঝুঁকছেন নাটেশ্বরের অন্য কৃষকেরাও।

কৃষি কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাইব্রিড পেঁপে সারা বছরই চাষ করা যায়। একেকটি পাকা পেঁপের ওজন হয় এক থেকে দেড় কেজি। প্রতি বিঘা জমিতে এ পেঁপের ফলন হয় ৫ থেকে ৭ টন। পানিনিষ্কাশন ও সেচের সুবিধা আছে—এমন দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে এ জাতের পেঁপে চাষ করা যায়। পাকা পেঁপের শাঁস হলুদ রঙের।

গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, বক্করের পেঁপে বাগানের প্রতিটি গাছে ৩০-৪০টির মতো পেঁপে ধরেছে। পাকা থেকে ছোট-বড় সব ধরনের পেঁপে আছে তাঁর বাগানে। বাগানের সব পেঁপে পাকিয়ে বিক্রি করেন বক্কর।

কৃষক আবু বক্কর বলেন, ‘পেঁপে চাষ করে প্রথম বছরই এত ভালো ফলন হবে, তা আশা করিনি। পরের বছর নাটেশ্বর ব্লকের কৃষি কর্মকর্তার পরামর্শে আরও গাছ রোপণ করি। এখন আমার বাগানে প্রায় দুই বছরের পুরোনো পেঁপেগাছ রয়েছে।’

বক্কর বলেন, ‘গাছগুলোয় পেঁপের ফলন দেখে আমি খুব খুশি। দামও ভালো পাচ্ছি। অন্য কৃষকেরাও পেঁপে চাষে আগ্রহ দেখাচ্ছেন। ভালোভাবে চাষ করতে পারলে পেঁপে একটি লাভজনক ফসল। সঠিক নিয়মে চাষ করতে পারলে কৃষকেরা লাভবান হবেন।’

নাটেশ্বর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল বলেন, ‘আমাদের পরামর্শেই আবু বক্কর এই পেঁপেগাছ রোপণ করেন। এতে তিনি প্রথম বছর কম লাভবান হলেও এখন অনেক লাভবান হচ্ছেন। তিনি পেঁপেগুলো কাঁচা বিক্রি না করে পাকিয়ে বিক্রি করছেন। এতে তিনি বেশি লাভবান হচ্ছেন।’

মমতাজ মহল বলেন, আবু বক্করের মতো অনেক কৃষকেরাও এখন কাঁচা পেঁপে বিক্রি না করে পাকিয়ে বিক্রি করছেন। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই পেঁপে চাষে ঝুঁকছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত