Ajker Patrika

ওপরে পাইপ নিচেও পাইপ

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩: ১৮
ওপরে পাইপ নিচেও পাইপ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর-মালপদিয়া সড়কের একই স্থানে দুটি পাইপ বসানো হয়েছে। একটি মাথার ওপরে অপরটি নিচে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী, পথচারী ও বিভিন্ন যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের ড্রেজার হওয়ায় জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নিচ্ছেন না।

জানা যায়, এই রাস্তা দিয়ে উপজেলার মালখানগর ও মধ্যপাড়া দুটি ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত। প্রতিদিন দুই ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষ সড়কটি বিভিন্ন কাজে ব্যবহার করে। ড্রেজার বসানোর ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সড়কে কোনো বড় গাড়ি চলাচল করতে পারে না। এলাকাবাসী জানান, কেউ অসুস্থ হয়ে পড়লে ভ্যানে করে ওই রাস্তা পার হয়ে তারপর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিতে হয়।

গত শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মালখানগর-মালপদিয়া সড়ক খুঁড়ে টানা হয়েছে ড্রেজারের একটি পাইপ। একই সড়কে সামান্য দূরে পথচারীর মাথার ওপর দিয়ে চলে গেছে আরেকটি ড্রেজারের পাইপ। এর মধ্যেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট ছোট যান। সড়কে পাইপ টানার কারণে বড় কোনো গাড়ি চলাচল করতে পারছে না।

পথচারী আয়শা আক্তার বলেন, একই স্থানে দুটি পাইপ টানা হয়েছে। এই রাস্তা দিয়ে বড় কোনো গাড়ি চলাচল করতে পারে না। বড় গাড়ি পাইপের সঙ্গে আটকে যাবে। তবে কি এই রাস্তা সরকার এত টাকা খরচ করেছে শুধু ড্রেজার ব্যবসায়ীদের জন্য? জনপ্রতিনিধিরা কেউ দেখেন না এবং প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ নেতারা এই পাইপগুলো টেনেছেন। তাদের বিরুদ্ধে প্রশাসন বা জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা গ্রহণ করেন না।

মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খান বলেন, ড্রেজার পাইপটি নজরুল ঢালীর, আমি শুধু দেখাশোনা করছি। তাঁর সঙ্গে আপনারা কথা বলেন। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।

মালখানগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আওলাদ হোসেন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খান, যুবলীগের সুমন এবং সায়েম এরা এই পাইপগুলো এখান দিয়ে টেনেছেন। তারা আমাদের কথা শোনে না। তারা বলছে কাজ শেষ করে পাইপ সরাবে। 
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর খান বলেন, এই রাস্তার ওপর একই স্থানে দুটি পাইপ টানা হয়েছে। একটি ওপরে একটি নিচে। খুবই দুর্ভোগ নিয়ে গ্রামবাসীকে চলাচল করতে হচ্ছে। এ বিষয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রশাসনকে জানাব, যাতে তারা যথাযথ ব্যবস্থা 
গ্রহণ করেন।

সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ আজকের পত্রিকাকে বলেন, আমি ওই এলাকায় একটি নোটিশ টাঙিয়ে দিয়েছি, যাতে সড়ক থেকে পাইপগুলো সরানো হয়। আমরা খোঁজখবর নিয়ে দেখব। যদি পাইপ না সরিয়ে থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আগে জানতাম না, এখন জানলাম। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত