Ajker Patrika

থানা ফটকেই দুপক্ষের সংঘর্ষ, ৪ জন আহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ৪০
থানা ফটকেই দুপক্ষের সংঘর্ষ, ৪ জন আহত

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা ফটকেই পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মো. নূর হোসেন (৩৮), মো. মিয়ার হোসেন (৪২), জহিরুল ইসলাম (৩৪) ও সুমন মিয়া (৩২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের জহিরুল ইসলামের ও বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বরকত পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য কয়েকবার থানায় বসে বিচার সালিস করা হয়। গতকাল বেলা দেড়টার দিকে দুই পক্ষের লোকজন থানাসংলগ্ন সিরাজদিখান বাজারে জড়ো হন। সে সময় তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে থানা ফটকের মধ্যে লাঠিসোঁটা ও ছুরি নিয়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন। সংঘর্ষ চলাকালে থানা-পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের লোকজন আহত হন।

সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদুল হক জানান, বেলা ২টার দিকে মারামারির ঘটনায় চারজন চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে নূর হোসেন ও জহিরুল ইসলাম নামে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নূর হোসেনের পিঠে ছুরির আঘাত রয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘দুই পক্ষ সিরাজদিখান বাজারে মারধরে লিপ্ত হয়। জহির পক্ষের একজন থানায় অভিযোগ করতে আসেন তখন আবারও তাঁরা থানার রাস্তায় সংঘর্ষে জড়ান। জিজ্ঞাসাবাদের জন্য বরকতসহ দুজনকে আটক করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত