Ajker Patrika

আমনের ফলন ভালো লাভের আশা কৃষকের

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৮: ২৯
আমনের ফলন ভালো লাভের আশা কৃষকের

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। উপজেলাজুড়ে ধানের সোনালি শিষে ভরে গেছে কৃষকের ফসলের (চক) মাঠ। চলতি রোপা আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। এ ছাড়া ধানের দাম ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা।

গতকাল মঙ্গলবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী গ্রামে দেখা যায়, আনন্দ-উদ্দীপনা নিয়ে কৃষকেরা ধান কাটছেন। আবার অনেক কৃষক ধানের আঁটি বেঁধে সেগুলো মাড়াইয়ের জন্য মাথায় করে নিয়ে যাচ্ছেন। আবার বাড়ির গৃহিণীরা সেই ধান রোদে শুকানোর কাজ করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ১ হাজার ৫৬০ হেক্টর রোপা আমন চাষ হয়েছে।

পূর্ব রামকৃষ্ণদী গ্রামের কৃষক চান মিয়া বলেন, ‘লতব্দী ব্লকের কৃষি অফিসারের পরামর্শে আমাদের ধান ভালো হয়েছে। আমরা ধান কাটা শুরু করেছি। গতবারের তুলনায় সবার ধান ভালো হয়েছে। তবে ভালো দাম পেলে লাভবান হব।’

চন্দনধূল গ্রামের কৃষক মো. জুলহাস শেখ বলেন, ‘এবার আমি ৮০০ শতাংশ জমিতে ধান রোপণ করেছি। আমার ধান ভালো হয়েছে। ২০০ মনের মতো ধান পাব। কিন্তু খরচ হয়েছে লাখ টাকার মতো। দাম ভালো পেলে লাভবান হতে পারব।’

উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এবার মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ধানে পোকামাকড় এবং কীটনাশক কম লাগায় ফলন ভালো হয়েছে। এতে কৃষক অনেক খুশি। আমরাও অনেক খুশি। আমরা প্রতিনিয়ত কৃষকের পরামর্শ দিয়ে যাচ্ছি। মৌসুমের শুরুতে কৃষকের ধান বীজ, সার ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত