শাহীন রহমান, পাবনা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর তীর ঘেঁষে শত বছরের বেশি প্রাচীন তালতলা বাজার। এ বাজারে ক্রেতা-বিক্রেতা আসা-যাওয়া এবং দোকানিদের মালামাল আনা-নেওয়ার একমাত্র স্থান ছিল ট্রলার ঘাট। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় এবং রাস্তাঘাট উন্নত হওয়ায় ঐতিহ্যবাহী ঘাট এখন অস্তিত্ব হারাচ্ছে।
জানা যায়, তালতলা বাজারে একসময় নৌকা এবং ট্রলারে মানুষজন চলাচল করত। এখন দেশ উন্নত হওয়ায় রাস্তাঘাট প্রশস্ত ও পাকা হওয়ায় নৌকা-ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া খনন না হওয়ায় নদী শুকিয়ে খাল হয়ে গেছে। সে কারণে এখন আর আগের মতো নৌকা-ট্রলার চলাচল করে না। বর্ষা মৌসুম শুরু হলে কিছু ট্রলার এসে নদীর পাড়ের কড়ইগাছ তলায় এসে ভেড়ে। এ ছাড়া বছরের বেশির ভাগ সময়ই ইছামতী নদী শুকিয়ে থাকে। এর ফলে ট্রলারের মাঝিরা বিভিন্ন পেশায় চলে গেছেন বলে তাঁরা জানিয়েছেন।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা লেখক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল বলেন, দুই হাজার বছরের বেশি সময় ধরে বিক্রমপুরের তালতলা বাজার ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে। এই বাজারে লঞ্চঘাট থাকায় সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার মানুষ এই বাজার দিয়ে যাতায়াত করত। নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো বাজার জমজমাট নেই।
গোবরদী গ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাবার সঙ্গে তালতলা বাজারে অনেক এসেছি। নদীটি দিন দিন শুকিয়ে ছোট হয়ে আসায় এবং খনন না করায় ২০০০ সালের পর থেকেই সব ধরনের নৌপথ বন্ধ হয়ে যায়।’
তালতলা বাজারের পাট ব্যবসায়ী ইমতিয়াজ হামিদ বলেন, এটি খুবই ঐতিহ্যবাহী হাট। ব্রিটিশ আমল থেকে এ হাট চলে আসছে। নৌকা-ট্রলারে ক্রেতা-বিক্রেতারা আসতেন। রাস্তাঘাট হওয়ায় নৌকায়-ট্রলারে মানুষ আসে না। তাই আমাদের পাটের গুদামগুলো বন্ধ হয়ে গেছে। আগে এ বাজারে ১৪-১৫টি গুদাম ছিল। এখন মাত্র ৪টি আছে।
ট্রলারের মাঝি আলী মিয়া বলেন, ইছামতী নদী ঘিরে তালতলা বাজারের অবস্থান হওয়ার ট্রলারে বিভিন্ন এলাকার মানুষ চলাচল করত। নদীর পাড়েই রাখা হতো নৌকা, ট্রলার। রাস্তাঘাট উন্নত হওয়ায় এবং নদী শুকিয়ে যাওয়ায় ট্রলার চলে না।
তালতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, নৌপথের জন্য এই বাজারটি ছিল সচল। কিন্তু নৌপথ বন্ধ হয়ে যাওয়ার পরেই লোক সমাগম কমে আসে। আগে বড় বড় নৌকা-ট্রলারে বিভিন্ন এলাকা থেকে পণ্য এনে এই বাজারে বিক্রি করা হতো। এখন শুধু স্বপ্ন, স্বপ্নই রয়ে গেছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর তীর ঘেঁষে শত বছরের বেশি প্রাচীন তালতলা বাজার। এ বাজারে ক্রেতা-বিক্রেতা আসা-যাওয়া এবং দোকানিদের মালামাল আনা-নেওয়ার একমাত্র স্থান ছিল ট্রলার ঘাট। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় এবং রাস্তাঘাট উন্নত হওয়ায় ঐতিহ্যবাহী ঘাট এখন অস্তিত্ব হারাচ্ছে।
জানা যায়, তালতলা বাজারে একসময় নৌকা এবং ট্রলারে মানুষজন চলাচল করত। এখন দেশ উন্নত হওয়ায় রাস্তাঘাট প্রশস্ত ও পাকা হওয়ায় নৌকা-ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া খনন না হওয়ায় নদী শুকিয়ে খাল হয়ে গেছে। সে কারণে এখন আর আগের মতো নৌকা-ট্রলার চলাচল করে না। বর্ষা মৌসুম শুরু হলে কিছু ট্রলার এসে নদীর পাড়ের কড়ইগাছ তলায় এসে ভেড়ে। এ ছাড়া বছরের বেশির ভাগ সময়ই ইছামতী নদী শুকিয়ে থাকে। এর ফলে ট্রলারের মাঝিরা বিভিন্ন পেশায় চলে গেছেন বলে তাঁরা জানিয়েছেন।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা লেখক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল বলেন, দুই হাজার বছরের বেশি সময় ধরে বিক্রমপুরের তালতলা বাজার ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে। এই বাজারে লঞ্চঘাট থাকায় সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার মানুষ এই বাজার দিয়ে যাতায়াত করত। নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো বাজার জমজমাট নেই।
গোবরদী গ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাবার সঙ্গে তালতলা বাজারে অনেক এসেছি। নদীটি দিন দিন শুকিয়ে ছোট হয়ে আসায় এবং খনন না করায় ২০০০ সালের পর থেকেই সব ধরনের নৌপথ বন্ধ হয়ে যায়।’
তালতলা বাজারের পাট ব্যবসায়ী ইমতিয়াজ হামিদ বলেন, এটি খুবই ঐতিহ্যবাহী হাট। ব্রিটিশ আমল থেকে এ হাট চলে আসছে। নৌকা-ট্রলারে ক্রেতা-বিক্রেতারা আসতেন। রাস্তাঘাট হওয়ায় নৌকায়-ট্রলারে মানুষ আসে না। তাই আমাদের পাটের গুদামগুলো বন্ধ হয়ে গেছে। আগে এ বাজারে ১৪-১৫টি গুদাম ছিল। এখন মাত্র ৪টি আছে।
ট্রলারের মাঝি আলী মিয়া বলেন, ইছামতী নদী ঘিরে তালতলা বাজারের অবস্থান হওয়ার ট্রলারে বিভিন্ন এলাকার মানুষ চলাচল করত। নদীর পাড়েই রাখা হতো নৌকা, ট্রলার। রাস্তাঘাট উন্নত হওয়ায় এবং নদী শুকিয়ে যাওয়ায় ট্রলার চলে না।
তালতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, নৌপথের জন্য এই বাজারটি ছিল সচল। কিন্তু নৌপথ বন্ধ হয়ে যাওয়ার পরেই লোক সমাগম কমে আসে। আগে বড় বড় নৌকা-ট্রলারে বিভিন্ন এলাকা থেকে পণ্য এনে এই বাজারে বিক্রি করা হতো। এখন শুধু স্বপ্ন, স্বপ্নই রয়ে গেছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫