মাদকাসক্ত ও অসহায় ব্যক্তিদের রক্ত নিয়ে ঢাকায় বিক্রি করতেন তিনি
প্রাতিষ্ঠানিক কোনো বিদ্যা না থাকলেও সামান্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, মাদকাসক্ত ও অসহায় ব্যক্তিদের অর্থের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যেতেন। এরপর ব্লাড ব্যাগে করে তাঁদের রক্ত নিয়ে, মাছ-মাংসের সঙ্গে ফ্রিজে রেখে রাজধানীর বিভিন্ন ব্লাড ব্যাংকে বিক্রি করতেন আব্দুল জলিল (৪০) নামের এক ব্যক্তি।