সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ইজিবাইক চোর চক্রের নারী সদস্য নূর নাহারকে আটক করেছে পুলিশ। এর আগে চুরি করে পালানোর সময় তাঁকে হাতেনাতে আটক করেন পথচারীরা।
আজ সোমবার দুপুরে তাঁকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ইজিবাইকে বস্তা তুলে দেওয়ার কথা বলে চালককে ডেকে নিয়ে সুযোগ বুঝে ইজিবাইক চালিয়ে পালানোর চেষ্টা করেন তাঁর এক পুরুষ সহযোগী। পরে জনতা ধাওয়া করলে ইজিবাইক রেখে পালিয়ে যান চালক আর ধরা পড়ে নূরনাহার।
গ্রেপ্তারকৃত মোছা. নূর নাহারের (২৫) বাড়ি ময়মনসিংহ সদর থানার আনন্দিপুর গ্রামে। তিনি গাজীপুরের বাসন এলাকায় ভাড়া থাকেন। এর আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার।
ভুক্তভোগী ইজিবাইকের চালক মাহবুব হাসান (১৭) নওগাঁ জেলার আত্রাই থানার শাহীন আলমের (৩৮) ছেলে। বর্তমানে আশুলিয়ার মোজার মিল এলাকায় ভাড়া থাকে। এ ঘটনায় মাহবুবের বাবা শাহীন আলম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
শাহীন আলম বলেন, ‘মাত্র চার-পাঁচ দিন ধরে আমার ছেলে ভাড়া করে আরেকজনের ইজিবাইক চালায়। ওই নারীর সঙ্গে আরও একজন মহিলা ও দুজন পুরুষ ছিল। তারা জিরানী থেকে ইজিবাইক ভাড়া করে বলিভদ্র পর্যন্ত যাওয়া-আসার জন্য। মাঝপথে গাড়ি থামিয়ে আমার ছেলেকে দিয়ে বস্তা আনা-নেওয়া করতে চেয়েছিল, তখন আমার ছেলে গাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। পরে নূর নাহারের তিন সহযোগী মালামাল আনতে যায়। নূর নাহার ইজিবাইকেই বসে থাকে। ২০-২৫ মিনিট পরে তাদের মধ্যে দুজন বস্তা নিয়ে ফিরে আসে। পরে গাড়ি থেকে একটু দূরে বস্তা রেখে আমার ছেলেকে বলে গাড়িতে উঠিয়ে দিতে। আমার ছেলে বস্তা আনতে গেলেই নূর নাহারের আরেক সহযোগী গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার ছেলে বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করে উঠলে আশপাশের পথচারীরা ধাওয়া করেন। চালক অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। আর নূর নাহার পালানোর চেষ্টা করলে ধরা পড়ে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামিকে থানায় নিয়ে যায়।’
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সোহেল রানা বলেন, আসামিকে স্থানীয় জনতা হাতেনাতে আটকসহ ইজিবাইক উদ্ধার করেন। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় নূর নাহারকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভারের আশুলিয়ায় ইজিবাইক চোর চক্রের নারী সদস্য নূর নাহারকে আটক করেছে পুলিশ। এর আগে চুরি করে পালানোর সময় তাঁকে হাতেনাতে আটক করেন পথচারীরা।
আজ সোমবার দুপুরে তাঁকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ইজিবাইকে বস্তা তুলে দেওয়ার কথা বলে চালককে ডেকে নিয়ে সুযোগ বুঝে ইজিবাইক চালিয়ে পালানোর চেষ্টা করেন তাঁর এক পুরুষ সহযোগী। পরে জনতা ধাওয়া করলে ইজিবাইক রেখে পালিয়ে যান চালক আর ধরা পড়ে নূরনাহার।
গ্রেপ্তারকৃত মোছা. নূর নাহারের (২৫) বাড়ি ময়মনসিংহ সদর থানার আনন্দিপুর গ্রামে। তিনি গাজীপুরের বাসন এলাকায় ভাড়া থাকেন। এর আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার।
ভুক্তভোগী ইজিবাইকের চালক মাহবুব হাসান (১৭) নওগাঁ জেলার আত্রাই থানার শাহীন আলমের (৩৮) ছেলে। বর্তমানে আশুলিয়ার মোজার মিল এলাকায় ভাড়া থাকে। এ ঘটনায় মাহবুবের বাবা শাহীন আলম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
শাহীন আলম বলেন, ‘মাত্র চার-পাঁচ দিন ধরে আমার ছেলে ভাড়া করে আরেকজনের ইজিবাইক চালায়। ওই নারীর সঙ্গে আরও একজন মহিলা ও দুজন পুরুষ ছিল। তারা জিরানী থেকে ইজিবাইক ভাড়া করে বলিভদ্র পর্যন্ত যাওয়া-আসার জন্য। মাঝপথে গাড়ি থামিয়ে আমার ছেলেকে দিয়ে বস্তা আনা-নেওয়া করতে চেয়েছিল, তখন আমার ছেলে গাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। পরে নূর নাহারের তিন সহযোগী মালামাল আনতে যায়। নূর নাহার ইজিবাইকেই বসে থাকে। ২০-২৫ মিনিট পরে তাদের মধ্যে দুজন বস্তা নিয়ে ফিরে আসে। পরে গাড়ি থেকে একটু দূরে বস্তা রেখে আমার ছেলেকে বলে গাড়িতে উঠিয়ে দিতে। আমার ছেলে বস্তা আনতে গেলেই নূর নাহারের আরেক সহযোগী গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার ছেলে বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করে উঠলে আশপাশের পথচারীরা ধাওয়া করেন। চালক অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। আর নূর নাহার পালানোর চেষ্টা করলে ধরা পড়ে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামিকে থানায় নিয়ে যায়।’
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সোহেল রানা বলেন, আসামিকে স্থানীয় জনতা হাতেনাতে আটকসহ ইজিবাইক উদ্ধার করেন। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় নূর নাহারকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৯ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৬ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪০ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৩ মিনিট আগে