নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ভবনমালিক সোহেল রানার জামিন না দেওয়াসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে ১০ দফা দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাজমা আক্তার। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক সোহেল রানা, পাঁচটি গার্মেন্টস মালিক ও সরকারের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি হলে, সরকার বিভিন্ন আইনে ৩টি মামলা দায়ের করে, যা গত ১০ বছরেও আলোর মুখ দেখেনি।
তিনি আরও বলেন, এরই মধ্যে সোহেল রানা ব্যতীত মামলার বাকি আসামিরা জামিনে আছেন। কিছুদিন আগে সোহেল রানার জামিন মঞ্জুর হলে সারা দেশের মানুষ এর প্রতিবাদে সোচ্চার হয়। উচ্চ আদালতের সিদ্ধান্তে গত ৮ মে সোহেল রানা জামিন না পেলেও, আজ (১০ই জুলাই) তাঁর জামিনের বিষয়ে আপিল বিভাগে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে সোহেল রানার জামিন না মঞ্জুর করার জন্য জোর দাবি জানানো হচ্ছে।
এই সমাবেশে আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খানসহ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন এলাকার ৪০টি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যসহ শ্রমিকেরা।
উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা নামের ভবন ধসে সরকারি হিসাবে ১ হাজার ১৩৮ শ্রমিক প্রাণ হারান। আড়াই হাজার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সহস্রাধিক শ্রমিক। সময়ের সঙ্গে এই শ্রমিকরা দুর্ভোগ, দুর্দশা ও মানবেতর জীবনযাপন করছেন। বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে অন্তত ১ হাজার শ্রমিক পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন।
ঢাকা সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ভবনমালিক সোহেল রানার জামিন না দেওয়াসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে ১০ দফা দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাজমা আক্তার। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক সোহেল রানা, পাঁচটি গার্মেন্টস মালিক ও সরকারের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি হলে, সরকার বিভিন্ন আইনে ৩টি মামলা দায়ের করে, যা গত ১০ বছরেও আলোর মুখ দেখেনি।
তিনি আরও বলেন, এরই মধ্যে সোহেল রানা ব্যতীত মামলার বাকি আসামিরা জামিনে আছেন। কিছুদিন আগে সোহেল রানার জামিন মঞ্জুর হলে সারা দেশের মানুষ এর প্রতিবাদে সোচ্চার হয়। উচ্চ আদালতের সিদ্ধান্তে গত ৮ মে সোহেল রানা জামিন না পেলেও, আজ (১০ই জুলাই) তাঁর জামিনের বিষয়ে আপিল বিভাগে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে সোহেল রানার জামিন না মঞ্জুর করার জন্য জোর দাবি জানানো হচ্ছে।
এই সমাবেশে আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খানসহ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন এলাকার ৪০টি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যসহ শ্রমিকেরা।
উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা নামের ভবন ধসে সরকারি হিসাবে ১ হাজার ১৩৮ শ্রমিক প্রাণ হারান। আড়াই হাজার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সহস্রাধিক শ্রমিক। সময়ের সঙ্গে এই শ্রমিকরা দুর্ভোগ, দুর্দশা ও মানবেতর জীবনযাপন করছেন। বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে অন্তত ১ হাজার শ্রমিক পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ ঘণ্টা আগে