নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ভবনমালিক সোহেল রানার জামিন না দেওয়াসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে ১০ দফা দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাজমা আক্তার। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক সোহেল রানা, পাঁচটি গার্মেন্টস মালিক ও সরকারের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি হলে, সরকার বিভিন্ন আইনে ৩টি মামলা দায়ের করে, যা গত ১০ বছরেও আলোর মুখ দেখেনি।
তিনি আরও বলেন, এরই মধ্যে সোহেল রানা ব্যতীত মামলার বাকি আসামিরা জামিনে আছেন। কিছুদিন আগে সোহেল রানার জামিন মঞ্জুর হলে সারা দেশের মানুষ এর প্রতিবাদে সোচ্চার হয়। উচ্চ আদালতের সিদ্ধান্তে গত ৮ মে সোহেল রানা জামিন না পেলেও, আজ (১০ই জুলাই) তাঁর জামিনের বিষয়ে আপিল বিভাগে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে সোহেল রানার জামিন না মঞ্জুর করার জন্য জোর দাবি জানানো হচ্ছে।
এই সমাবেশে আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খানসহ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন এলাকার ৪০টি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যসহ শ্রমিকেরা।
উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা নামের ভবন ধসে সরকারি হিসাবে ১ হাজার ১৩৮ শ্রমিক প্রাণ হারান। আড়াই হাজার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সহস্রাধিক শ্রমিক। সময়ের সঙ্গে এই শ্রমিকরা দুর্ভোগ, দুর্দশা ও মানবেতর জীবনযাপন করছেন। বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে অন্তত ১ হাজার শ্রমিক পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন।
ঢাকা সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ভবনমালিক সোহেল রানার জামিন না দেওয়াসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে ১০ দফা দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাজমা আক্তার। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক সোহেল রানা, পাঁচটি গার্মেন্টস মালিক ও সরকারের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি হলে, সরকার বিভিন্ন আইনে ৩টি মামলা দায়ের করে, যা গত ১০ বছরেও আলোর মুখ দেখেনি।
তিনি আরও বলেন, এরই মধ্যে সোহেল রানা ব্যতীত মামলার বাকি আসামিরা জামিনে আছেন। কিছুদিন আগে সোহেল রানার জামিন মঞ্জুর হলে সারা দেশের মানুষ এর প্রতিবাদে সোচ্চার হয়। উচ্চ আদালতের সিদ্ধান্তে গত ৮ মে সোহেল রানা জামিন না পেলেও, আজ (১০ই জুলাই) তাঁর জামিনের বিষয়ে আপিল বিভাগে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে সোহেল রানার জামিন না মঞ্জুর করার জন্য জোর দাবি জানানো হচ্ছে।
এই সমাবেশে আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খানসহ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন এলাকার ৪০টি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যসহ শ্রমিকেরা।
উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা নামের ভবন ধসে সরকারি হিসাবে ১ হাজার ১৩৮ শ্রমিক প্রাণ হারান। আড়াই হাজার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সহস্রাধিক শ্রমিক। সময়ের সঙ্গে এই শ্রমিকরা দুর্ভোগ, দুর্দশা ও মানবেতর জীবনযাপন করছেন। বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে অন্তত ১ হাজার শ্রমিক পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৬ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৯ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৩ মিনিট আগে