Ajker Patrika

রানা প্লাজার মালিকের জামিন শুনানির আগে আদালতের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২: ৫৮
রানা প্লাজার মালিকের জামিন শুনানির আগে আদালতের সামনে বিক্ষোভ

ঢাকা সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ভবনমালিক সোহেল রানার জামিন না দেওয়াসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে ১০ দফা দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিক সংগঠনটি। 

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাজমা আক্তার। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক সোহেল রানা, পাঁচটি গার্মেন্টস মালিক ও সরকারের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি হলে, সরকার বিভিন্ন আইনে ৩টি মামলা দায়ের করে, যা গত ১০ বছরেও আলোর মুখ দেখেনি।

তিনি আরও বলেন, এরই মধ্যে সোহেল রানা ব্যতীত মামলার বাকি আসামিরা জামিনে আছেন। কিছুদিন আগে সোহেল রানার জামিন মঞ্জুর হলে সারা দেশের মানুষ এর প্রতিবাদে সোচ্চার হয়। উচ্চ আদালতের সিদ্ধান্তে গত ৮ মে সোহেল রানা জামিন না পেলেও, আজ (১০ই জুলাই) তাঁর জামিনের বিষয়ে আপিল বিভাগে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে সোহেল রানার জামিন না মঞ্জুর করার জন্য জোর দাবি জানানো হচ্ছে। 

এই সমাবেশে আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খানসহ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন এলাকার ৪০টি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যসহ শ্রমিকেরা। 

উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা নামের ভবন ধসে সরকারি হিসাবে ১ হাজার ১৩৮ শ্রমিক প্রাণ হারান। আড়াই হাজার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সহস্রাধিক শ্রমিক। সময়ের সঙ্গে এই শ্রমিকরা দুর্ভোগ, দুর্দশা ও মানবেতর জীবনযাপন করছেন। বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে অন্তত ১ হাজার শ্রমিক পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত