Ajker Patrika

সাভারে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪

ঢাকার সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কিশোর গ্যাংয়ের হামলায় প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের চারজন আহত হয়েছে। গতকাল রোববার রাতে বাসস্ট্যান্ড এলাকায় সুপার ক্লিনিকের পাশের একটি হোটেলে এই ঘটনা ঘটে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত কুমার গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলায় আহত ব্যক্তিরা হলেন পিনিক রাব্বি গ্রুপের আকাশ (২১), ইয়াসিন (২২), সোহাগ (২১) ও অজ্ঞাতপরিচয় একজন।

পুলিশ ও এলাকার লোকজন জানায়, পিনিক রাব্বি নামে পরিচিত এক কিশোরের নেতৃত্বে একটি কিশোর গ্যাং এবং হৃদয় নামে অপর এক কিশোরের নেতৃত্বে আরেকটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম অপতৎপরতা চালিয়ে আসছিল। দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।

এসব নিয়ে দুই গ্রুপের মধ্যে মাঝেমধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে হৃদয় গ্রুপের সদস্যরা গতকাল রোববার রাত ১০টার দিকে রাব্বি গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় চারজনকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার সময় রাব্বি গ্রুপের সদস্যরা ক্লিনিকের পাশে একটি হোটেলে বসে আড্ডা দিচ্ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত