সাভার (ঢাকা) প্রতিনিধি
শিল্পাঞ্চল সাভারের অধিকাংশ কারখানা ছুটি হয়ে যাওয়ায় ঈদযাত্রায় শুরু হয়েছে ভোগান্তি। সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জনস্রোত সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। যাত্রীর তুলনায় গাড়ি কম থাকায় বাড়ছে ভিড়, আর হঠাৎ হওয়া বৃষ্টিতে বাড়ছে ভোগান্তি।
আজ মঙ্গলবার ভোর থেকেই উত্তরবঙ্গের ১৬ জেলামুখী সড়কে যাত্রীর চাপ বাড়তে শুরু করে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই বাইপাইল তিনমাথা এলাকায় সৃষ্টি হয়েছে বিশাল জনস্রোত।
স্থানীয়রা বলছেন, শিল্পাঞ্চল সাভারের বেশির ভাগ কারখানা মঙ্গলবার ছুটি হয়েছে। এ কারণেই বাড়তে শুরু করেছে মানুষের চাপ।
সরেজমিনে দেখা গেছে, বাইপাইল থেকে উত্তরাঞ্চলমুখী সড়কে যাত্রীবাহী বাস থাকলেও তার চেয়েও কয়েক গুণ বেশি যাত্রী অপেক্ষা করছে। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার অভাবে ঘরমুখী মানুষ বেছে নিচ্ছেন ফিরতি খালি গরুর ট্রাক।
ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার হয়ে পাটুরিয়ামুখী গাড়িগুলো দুপুর পর্যন্ত কোনো যানজটের দেখা পায়নি। দুপুর থেকে হেমায়েতপুর, সাভারের পৌরসভা বাসস্ট্যান্ড থেকে সাভার স্ট্যান্ড ও নবীনগর স্ট্যান্ডে অল্প অল্প যানজটের সৃষ্টি হতে থাকে।
বেলা ৩টায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর থেকে জামগড়া হয়ে বাইপাইল পর্যন্ত উত্তরবঙ্গমুখী গাড়ির দীর্ঘ যানজট চোখে পড়ে। ঢাকা থেকে বের হওয়ার লেনের চাইতে ঢাকামুখী লেনগুলোতে অতিরিক্ত গাড়ির যানজট চোখে পড়ে। ঢাকামুখী সড়কে নবীনগর থেকে গণস্বাস্থ্য কেন্দ্র ও ডিইপিজেড-বাইপাইল পর্যন্ত যানজট ছিল।
ট্রাকে চড়ে বাড়ি যাচ্ছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে একবার বাসে ওঠার চেষ্টা করেছিলাম। ৪০০ টাকার ভাড়া এখন ৮০০। পরে ফিরে গিয়েছিলাম বাসায়। আজ সকাল থেকে আবার চেষ্টা শুরু করি। বাসে ভাড়া কেউ কেউ আরও বেশি চায়। বাধ্য হয়ে এই ট্রাকেই উঠেছি।’
এদিকে যাত্রীর অতিরিক্ত চাপ সামলে যানজট কমাতে ভোর থেকেই কাজ করছে ঢাকা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। নবীনগর-চন্দ্রা মহাসড়কে দাঁড়িয়ে তিনি নিজেও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের টিম দিনরাত কাজ করে চলেছে। অতিরিক্ত পুলিশ সদস্যরা বেশ কিছু স্পটে ২৪ ঘণ্টা ডিউটি করছেন। এ ছাড়া সাভার মডেল, আশুলিয়া থানা ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ তো আছেই। তারাও যানজট নিরসনে কাজ করে চলেছে।’
এসপি আরও বলেন, ‘গাড়িগুলো কিন্তু দীর্ঘক্ষণ জ্যামে বসে নেই। কারও জন্য জ্যামের সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম অ্যাকশন নিচ্ছে। আমরা চাই যাত্রীরা দ্রুত বাসে উঠে গন্তব্যে রওনা করুক।’
শিল্পাঞ্চল সাভারের অধিকাংশ কারখানা ছুটি হয়ে যাওয়ায় ঈদযাত্রায় শুরু হয়েছে ভোগান্তি। সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জনস্রোত সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। যাত্রীর তুলনায় গাড়ি কম থাকায় বাড়ছে ভিড়, আর হঠাৎ হওয়া বৃষ্টিতে বাড়ছে ভোগান্তি।
আজ মঙ্গলবার ভোর থেকেই উত্তরবঙ্গের ১৬ জেলামুখী সড়কে যাত্রীর চাপ বাড়তে শুরু করে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই বাইপাইল তিনমাথা এলাকায় সৃষ্টি হয়েছে বিশাল জনস্রোত।
স্থানীয়রা বলছেন, শিল্পাঞ্চল সাভারের বেশির ভাগ কারখানা মঙ্গলবার ছুটি হয়েছে। এ কারণেই বাড়তে শুরু করেছে মানুষের চাপ।
সরেজমিনে দেখা গেছে, বাইপাইল থেকে উত্তরাঞ্চলমুখী সড়কে যাত্রীবাহী বাস থাকলেও তার চেয়েও কয়েক গুণ বেশি যাত্রী অপেক্ষা করছে। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার অভাবে ঘরমুখী মানুষ বেছে নিচ্ছেন ফিরতি খালি গরুর ট্রাক।
ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার হয়ে পাটুরিয়ামুখী গাড়িগুলো দুপুর পর্যন্ত কোনো যানজটের দেখা পায়নি। দুপুর থেকে হেমায়েতপুর, সাভারের পৌরসভা বাসস্ট্যান্ড থেকে সাভার স্ট্যান্ড ও নবীনগর স্ট্যান্ডে অল্প অল্প যানজটের সৃষ্টি হতে থাকে।
বেলা ৩টায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর থেকে জামগড়া হয়ে বাইপাইল পর্যন্ত উত্তরবঙ্গমুখী গাড়ির দীর্ঘ যানজট চোখে পড়ে। ঢাকা থেকে বের হওয়ার লেনের চাইতে ঢাকামুখী লেনগুলোতে অতিরিক্ত গাড়ির যানজট চোখে পড়ে। ঢাকামুখী সড়কে নবীনগর থেকে গণস্বাস্থ্য কেন্দ্র ও ডিইপিজেড-বাইপাইল পর্যন্ত যানজট ছিল।
ট্রাকে চড়ে বাড়ি যাচ্ছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে একবার বাসে ওঠার চেষ্টা করেছিলাম। ৪০০ টাকার ভাড়া এখন ৮০০। পরে ফিরে গিয়েছিলাম বাসায়। আজ সকাল থেকে আবার চেষ্টা শুরু করি। বাসে ভাড়া কেউ কেউ আরও বেশি চায়। বাধ্য হয়ে এই ট্রাকেই উঠেছি।’
এদিকে যাত্রীর অতিরিক্ত চাপ সামলে যানজট কমাতে ভোর থেকেই কাজ করছে ঢাকা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। নবীনগর-চন্দ্রা মহাসড়কে দাঁড়িয়ে তিনি নিজেও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের টিম দিনরাত কাজ করে চলেছে। অতিরিক্ত পুলিশ সদস্যরা বেশ কিছু স্পটে ২৪ ঘণ্টা ডিউটি করছেন। এ ছাড়া সাভার মডেল, আশুলিয়া থানা ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ তো আছেই। তারাও যানজট নিরসনে কাজ করে চলেছে।’
এসপি আরও বলেন, ‘গাড়িগুলো কিন্তু দীর্ঘক্ষণ জ্যামে বসে নেই। কারও জন্য জ্যামের সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম অ্যাকশন নিচ্ছে। আমরা চাই যাত্রীরা দ্রুত বাসে উঠে গন্তব্যে রওনা করুক।’
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
২১ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৬ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে