জাবি প্রতিনিধি
চাকরি স্থায়ী করার দাবিতে দ্বিতীয় দিনেও অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মজুরিভিত্তিক কর্মচারীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বে শিক্ষকদের একটি দল আলাপ–আলোচনার মাধ্যমে তাঁদের দাবি পূরণে মৌখিক আশ্বাস দেন। কিন্তু উপাচার্যসহ শিক্ষকেরা চলে গেলে তাঁরা পুনরায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
এ সময় সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির আন্দোলনকারীদের বলেন, তোমরা আমাদের একটু সময় দাও। কে কোন পোস্টে কাজ করে এবং শিক্ষাগত যোগ্যতা কী তা আমাদের কাছে সরবরাহ কর। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যাই। আশা করছি, একটি ব্যবস্থা হবে। আর তোমাদের প্রতিনিধি পাঠাও। আমরা তাদের সঙ্গে কথা বলি।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত তিনবার প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই দাবিতে মানববন্ধন করা হয়েছে। সে সময় তাঁদের চাকরি অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ীকরণের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার। তাতেও কোনো কাজ হয়নি।
কর্মচারীরা আরও জানান, এ ছাড়া চলতি বছরের ২ জানুয়ারি আমরণ অনশনে বসলে প্রশাসন ছয় মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হল, বিভাগ ও অফিসগুলোতে নিয়োগের মৌখিক আশ্বাস দেওয়া হয়। তবে আশ্বাসের ছয় মাস অতিবাহিত হলেও তার কোনো বাস্তবায়ন হয়নি বলে জানান তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী অভিযোগ করে জানান, ‘যাদের লোক আছে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। কোষাধ্যক্ষের স্বামীর গাড়িচালকের স্ত্রীকে পিয়ন পদে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়নি। অথচ আমাদের বেলায় এখন যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’
শেখ হাসিনা হলের অ্যাটেনডেন্ট তামান্না জাহান বলেন, ‘আমি ১০ বছর ধরে দৈনিক মজুরিতে কাজ করছি। নতুন হলগুলোতে লোক নিচ্ছে। সেখানে আমি কয়েকটি পদে আবেদন করেছি। স্যাররা বলছেন, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, অথচ তা হচ্ছে না। যাদের লোকজন আছে তারাই নিয়োগ পাচ্ছে।’
বেগম সুফিয়া কামাল হলের নিরাপত্তা প্রহরী শামসুল আলম বলেন, ‘২৭ তারিখ ইউজিসির সঙ্গে তাঁরা সভা করবেন। আমাদের ছয় মাসের ভেতরে এটা সমাধান করার আশ্বাস দিয়েছেন। আমরা এই আশ্বাস মানি না। এটা লিখিত আশ্বাস চেয়েছি, কিন্তু তাঁরা মৌখিক আশ্বাস দিয়েছেন। তাই আমরা আন্দোলন চালিয়ে যাব।’
উল্লেখ, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪২ জন অস্থায়ী কর্মচারী আছেন। যাঁদের দৈনিক ৪০০ টাকা হারে মজুরি দেওয়া হয়।
চাকরি স্থায়ী করার দাবিতে দ্বিতীয় দিনেও অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মজুরিভিত্তিক কর্মচারীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বে শিক্ষকদের একটি দল আলাপ–আলোচনার মাধ্যমে তাঁদের দাবি পূরণে মৌখিক আশ্বাস দেন। কিন্তু উপাচার্যসহ শিক্ষকেরা চলে গেলে তাঁরা পুনরায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
এ সময় সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির আন্দোলনকারীদের বলেন, তোমরা আমাদের একটু সময় দাও। কে কোন পোস্টে কাজ করে এবং শিক্ষাগত যোগ্যতা কী তা আমাদের কাছে সরবরাহ কর। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যাই। আশা করছি, একটি ব্যবস্থা হবে। আর তোমাদের প্রতিনিধি পাঠাও। আমরা তাদের সঙ্গে কথা বলি।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত তিনবার প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই দাবিতে মানববন্ধন করা হয়েছে। সে সময় তাঁদের চাকরি অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ীকরণের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার। তাতেও কোনো কাজ হয়নি।
কর্মচারীরা আরও জানান, এ ছাড়া চলতি বছরের ২ জানুয়ারি আমরণ অনশনে বসলে প্রশাসন ছয় মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হল, বিভাগ ও অফিসগুলোতে নিয়োগের মৌখিক আশ্বাস দেওয়া হয়। তবে আশ্বাসের ছয় মাস অতিবাহিত হলেও তার কোনো বাস্তবায়ন হয়নি বলে জানান তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী অভিযোগ করে জানান, ‘যাদের লোক আছে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। কোষাধ্যক্ষের স্বামীর গাড়িচালকের স্ত্রীকে পিয়ন পদে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়নি। অথচ আমাদের বেলায় এখন যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’
শেখ হাসিনা হলের অ্যাটেনডেন্ট তামান্না জাহান বলেন, ‘আমি ১০ বছর ধরে দৈনিক মজুরিতে কাজ করছি। নতুন হলগুলোতে লোক নিচ্ছে। সেখানে আমি কয়েকটি পদে আবেদন করেছি। স্যাররা বলছেন, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, অথচ তা হচ্ছে না। যাদের লোকজন আছে তারাই নিয়োগ পাচ্ছে।’
বেগম সুফিয়া কামাল হলের নিরাপত্তা প্রহরী শামসুল আলম বলেন, ‘২৭ তারিখ ইউজিসির সঙ্গে তাঁরা সভা করবেন। আমাদের ছয় মাসের ভেতরে এটা সমাধান করার আশ্বাস দিয়েছেন। আমরা এই আশ্বাস মানি না। এটা লিখিত আশ্বাস চেয়েছি, কিন্তু তাঁরা মৌখিক আশ্বাস দিয়েছেন। তাই আমরা আন্দোলন চালিয়ে যাব।’
উল্লেখ, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪২ জন অস্থায়ী কর্মচারী আছেন। যাঁদের দৈনিক ৪০০ টাকা হারে মজুরি দেওয়া হয়।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে