রাউজানে অনাথালয় থেকে দুই বোন নিখোঁজ
রাউজানের একটি অনাথালয় থেকে প্রিয়শ্রী দে (১৪) ও জয়শ্রী দে (১০) নামের আপন দুই বোন এক সঙ্গে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের বিষয়টি পরিবারকে জানান অনাথালয় কর্তৃপক্ষ। ওই দিন রাতেই নিখোঁজ দুই বোনের বাবা রণজিৎ কুমার দে আশ্রমের সিকিউরিটি আশিষ রঞ্জন, সৌমিত্র চক্রবর্তীর বিরুদ্ধে রাউজান থানায় অভি