Ajker Patrika

পরীক্ষা বর্জন করলেন চুয়েট শিক্ষার্থীরা

রাউজান প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ২৩
পরীক্ষা বর্জন করলেন  চুয়েট শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। সম্প্রতি চারজনের করোনা শনাক্ত হয়েছে। হলে অনেকেই করোনার লক্ষণ নিয়ে অবস্থান করছেন। এমতাবস্থায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা গতকাল রোববার নির্ধারিত পরীক্ষা বর্জন করেছেন।

এ ছাড়া ৭ দফা দাবিতে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন চুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা গতকাল দাবিগুলো লিখিত আকারে উপাচার্য কাছে জমা দেন।

এরই পরিপ্রেক্ষিতে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, শিগগিরই একাডেমিক কাউন্সিল ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার পরামর্শ দেন উপাচার্য।

এদিকে উপাচার্যের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তাঁদের দাবিগুলো মেনে নেওয়া হবে, সেই আশায় তাঁরা হলেই অবস্থান করছেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, তাঁরা একাডেমিক কার্যক্রম কোনোভাবেই আর বিলম্বিত চান না। অফলাইন পরীক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় অনলাইনে পরীক্ষার দাবি জানান। সব ব্যাচের চলতি লেভেলের টার্ম ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে বিভিন্ন বর্ষের শর্ট ও সেলফস্টাডি পরীক্ষার দাবি জানান।

এ ছাড়া অনলাইনে পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থীর যদি করোনা শনাক্ত হয় এবং যদি পরীক্ষায় অংশগ্রহণে অপারগ হয়, তবে তাঁকে অকৃতকার্য হিসেবে গণ্য করা যাবে না। শর্ট বা সেফস্টাডির মতো নিরীক্ষণ করা যাবে না। অনলাইন পরীক্ষায় অংশগ্রহণে যাদের ডিভাইসের সংকট থাকবে তাদের জন্য জরুরি ভিত্তিতে লোনের ব্যবস্থা করতে হবে।

বিদ্যমান কোভিড বাস্তবতার নিরিখে ডিপার্টমেন্টগুলোর এটাচমেন্ট স্বল্পসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বা এটাচমেন্টের বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত