রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানের একটি অনাথালয় থেকে প্রিয়শ্রী দে (১৪) ও জয়শ্রী দে (১০) নামের আপন দুই বোন একসঙ্গে নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের বিষয়টি পরিবারকে জানায় অনাথালয় কর্তৃপক্ষ। ওই দিন রাতেই নিখোঁজ দুই বোনের বাবা রণজিৎ কুমার দে আশ্রমের সিকিউরিটি আশীষ রঞ্জন ও সৌমিত্র চক্রবর্তীর বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার ভুজপুর হালুয়াছড়ি ইউনিয়নের রণজিৎ কুমার দে তাঁর দুই মেয়ে প্রিয়শ্রী ও জয়শ্রীকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর অনাথাশ্রমে ভর্তি করান। প্রিয়শ্রী উনসত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং জয়শ্রী জগৎপুর আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিখোঁজদ্বয়ের বাবা রণজিত কুমার দে বলেন, ‘গত বৃহস্পতিবার ওই আশ্রমের সিকিউরিটি সৌমিত্র চক্রবর্তী আমাকে ফোন করে বলেন, আমার দুই মেয়ে আশ্রম থেকে চলে গেছে। সন্ধ্যায় আমি আশ্রমে উপস্থিত হয়ে আমার মেয়েদের সম্পর্কে জানতে চাই। তখন জগৎপুর অনাথ আশ্রমের সিকিউরিটি আশীষ রঞ্জন, সৌমিত্র চক্রবর্তী ও চিত্তরঞ্জন জানান, অজ্ঞাত লোকজনের সঙ্গে তারা চলে গেছে। আমি সিসিটিভির ভিডিও ফুটেজ দেখাতে বললে তা না দেখিয়ে উল্টো আমাকে গালমন্দ করেন।’
এ প্রসঙ্গে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল বলেন, ‘জগৎপুর অনাথ আশ্রম থেকে স্কুলপড়ুয়া দুই বোন নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে।’
রাউজানের একটি অনাথালয় থেকে প্রিয়শ্রী দে (১৪) ও জয়শ্রী দে (১০) নামের আপন দুই বোন একসঙ্গে নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের বিষয়টি পরিবারকে জানায় অনাথালয় কর্তৃপক্ষ। ওই দিন রাতেই নিখোঁজ দুই বোনের বাবা রণজিৎ কুমার দে আশ্রমের সিকিউরিটি আশীষ রঞ্জন ও সৌমিত্র চক্রবর্তীর বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার ভুজপুর হালুয়াছড়ি ইউনিয়নের রণজিৎ কুমার দে তাঁর দুই মেয়ে প্রিয়শ্রী ও জয়শ্রীকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর অনাথাশ্রমে ভর্তি করান। প্রিয়শ্রী উনসত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং জয়শ্রী জগৎপুর আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিখোঁজদ্বয়ের বাবা রণজিত কুমার দে বলেন, ‘গত বৃহস্পতিবার ওই আশ্রমের সিকিউরিটি সৌমিত্র চক্রবর্তী আমাকে ফোন করে বলেন, আমার দুই মেয়ে আশ্রম থেকে চলে গেছে। সন্ধ্যায় আমি আশ্রমে উপস্থিত হয়ে আমার মেয়েদের সম্পর্কে জানতে চাই। তখন জগৎপুর অনাথ আশ্রমের সিকিউরিটি আশীষ রঞ্জন, সৌমিত্র চক্রবর্তী ও চিত্তরঞ্জন জানান, অজ্ঞাত লোকজনের সঙ্গে তারা চলে গেছে। আমি সিসিটিভির ভিডিও ফুটেজ দেখাতে বললে তা না দেখিয়ে উল্টো আমাকে গালমন্দ করেন।’
এ প্রসঙ্গে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল বলেন, ‘জগৎপুর অনাথ আশ্রম থেকে স্কুলপড়ুয়া দুই বোন নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে।’
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
২৫ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
২৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
৩০ মিনিট আগে