Ajker Patrika

চেয়ারম্যানের ওপর হামলা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৩
চেয়ারম্যানের ওপর হামলা

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াপাড়ার নিরামিষপাড়ায় চেয়ারম্যান বাবুল মিয়ার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। চেয়ারম্যান বাবুল মিয়ার ওপর হামলার প্রতিবাদে রাতেই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

খবর পেয়ে রাতেই চট্টগ্রাম শহর থেকে নোয়াপাড়ায় আসেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। এ সময় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতা-কর্মীরা নোয়াপাড়া পথেরহাটে অবস্থান নেন।

এদিকে হামলার সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, গত সোমবার রাত ১১টার দিকে নোয়াপাড়া পথেরহাট থেকে ফেরার সময় বাড়ির সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। পরে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘চেয়ারম্যান বাবুল মিয়ার ওপর হামলার খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।’

এদিকে চেয়ারম্যান বাবুল মিয়ার ওপর হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াপাড়া পথেরহাটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশে অংশ নেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু প্রমুখ।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বাবুল মিয়া বিনা ভোটে নোয়াপাড়া থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত