Ajker Patrika

পুকুর ভরাটের মহোৎসব

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৬
পুকুর ভরাটের মহোৎসব

চট্টগ্রামের রাউজানে পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। কয়েক বছরে উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে শতাধিক পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি পানির সংকটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের আমির হাটে শতবর্ষী একটি পুকুর ভরাট করে বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। উপজেলা সদরের ফকির হাট বাজারের পশ্চিম পাশে বিশাল আয়তনের পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছিল ডিউ বিজি শপিং কমপ্লেক্স। রাউজান উপজেলা ডাকঘরের পশ্চিম পাশের পুরোনো পুকুরটিও ভরাট করে ফেলা হয়েছে। রাউজানের মুন্সির ঘাটা, দাশপাড়া সুলতানপুর ছিটিয়া পাড়া, রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও চলছে পুকুর ভরাটের মহোৎসব।

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বেরুলিয়া এলাকায় বিশালাকৃতির একটি পুকুর ভরাট করে প্লট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া দায়ার ঘাটা, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুরের পশ্চিম পাশে কুলালপাড়া এলাকার একটি পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে আবাসিক ভবন। উপজেলার পাহাড়তলি ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী ও ঊনসত্তরপাড়া এলাকায় কয়েকটি পুকুর ভরাট করে নির্মাণ করা হয় বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন।

রাউজানের নোয়াপাড়া পথের হাট এলাকায় বেশ কয়েকটি পুকুর ভরাট করে গড়ে তোলা হয় বাণিজ্যিক ও আবাসিক ভবন। রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর দাইয়ার ঘাটা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশে বহু পুরোনো একটি পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে বাণিজ্যিক ভবন। ওই পুকুরের কিছু অংশে জলাশয় থাকলে সে স্থান ক্রয় করে রাউজানের এক ব্যক্তি কয়েক দিন ধরে মাটি ভরাট করেছেন। সেখানে দোকান নির্মাণকাজ চলছে। রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকির মোহাম্মদ চৌধুরীর বাড়িতে শতবছরের পুরোনো একটি পুকুর রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে। টিলা থেকে মাটি কেটে ট্রাকে এনে ভরাট করছেন জাফর নামের স্থানীয় এক ব্যক্তি।

রাউজান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান, রাতেই একের পর এক ড্রামট্রাক-ভর্তি মাটি পাহাড়ি এলাকা থেকে এনে পুকুর ভরাট করা হয়।

উপজেলার পুকুরগুলো রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এম এম নুরুল আবছার। তিনি বলেন, এভাবে পুকুরের সংখ্যা কমতে থাকলে পরিবেশ হুমকির মুখে পড়বে।

এই বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘আইন অনুযায়ী কেউ চাইলে কৃষিজমি ও পুকুর ভরাট করতে পারবেন না। যাঁরা পুকুর, জলাশয় কিংবা কৃষিজমি ভরাট করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সম্পর্কে তথ্য পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত