Ajker Patrika

প্রতিবন্ধী ভাতা আনতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী নারী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রতিবন্ধী ভাতা আনতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী নারী

ইশারার সাহায্যে পরিবারকে প্রতিবন্ধী ভাতা আনার ইঙ্গিত দিয়ে ঘর থেকে বের হয়েছিলেন বাক প্রতিবন্ধী রাশেদা খাতুন (২৭)। গত বৃহস্পতিবার বেলা ১১টায় ঘর থেকে বের হলেও পাঁচ দিনেও সন্ধান মেলেনি তাঁর। 

রাশেদা রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের মৃত ছালেহ আহম্মেদের মেয়ে। 

রাশেদার পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টায় রাউজানের গহিরার অগ্রণী ব্যাংকের শাখা থেকে প্রতিবন্ধী ভাতা নেওয়ার ইঙ্গিত দিয়ে ঘর থেকে বের হন। ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গত রবিবার রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেছে তাঁর পরিবার। 

রাউজান থানার উপপরিদর্শক (এস আই) অজয় দেব শীল বলেন, ‘বাক প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছেন মর্মে ভাবি পরিচয়ে জেসমিন আকতার নামে এক নারী থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। ডায়েরিতে প্রতিবন্ধী ভাতা উত্তোলনের জন্য বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নিখোঁজ বাক-প্রতিবন্ধী নারীকে উদ্ধারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত