অনলাইন ডেস্ক
বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। নতুন বিপণন মৌসুমে (১ জুলাই থেকে শুরু) শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে তারা। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের মতো বড় বাজারগুলোকে এবার টার্গেট করছে।
গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় রপ্তানি সংস্থা অ্যাগ্রোএক্সপোর্টের প্রধান ইলিয়া ইলুশিন এ তথ্য জানিয়েছেন বলে ব্যাংকক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিশর ও তুরস্কের মতো ঐতিহ্যবাহী ক্রেতার বাইরে কৃষি রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাচ্ছে রাশিয়া। উল্লেখ্য, তুরস্ক মাঝে মাঝে অভ্যন্তরীণ উৎপাদকদের সমর্থন করার জন্য আমদানি নিষিদ্ধ করে। গত মৌসুমে রাশিয়া ভিয়েতনামে গম সরবরাহ চারগুণ করেছে।
ইলুশিন বলেন, ‘এই মুহূর্তে, আমাদের লক্ষ্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করা। এর মধ্যে শুধু ভিয়েতনাম এবং বাংলাদেশই নয়, মালয়েশিয়া এবং ফিলিপাইনও অন্তর্ভুক্ত। এগুলো বড় দেশ, যাদের উল্লেখযোগ্য ক্রয় ক্ষমতা এবং শস্য আমদানির চাহিদা রয়েছে।’
গত মৌসুমে বাংলাদেশ রাশিয়ার গমের তৃতীয় বৃহত্তম ক্রেতা ছিল। স্পষ্টত এই অঞ্চলে রাশিয়ার শস্য রপ্তানির ক্রমবর্ধমান বাজার হয়ে উঠছে বাংলাদেশ।
কিছু অঞ্চলে খরা সত্ত্বেও, রাশিয়া ২০২৫ সালে ১৩ কোটি ৫০ লাখ টন শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছরের তুলনায় এটি ৪ শতাংশ বেশি। বর্তমান মৌসুমে রাশিয়া ৪ কোটি ৫০ লাখ টন গম রপ্তানির পরিকল্পনা করেছে, যা গত মৌসুমের ৪ কোটি ৪০ লাখ টনের চেয়ে কিছুটা বেশি।
তবে, রাশিয়ার শস্য উৎপাদক ও রপ্তানিকারক ইউনিয়নের বোর্ড সদস্য এবং বায়ো-টন এগ্রিকালচারাল হোল্ডিংয়ের সিইও এডুয়ার্ড জারনিন সতর্ক করেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় রাশিয়াকে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।
জারনিন বলেন, ‘এটি উচ্চাকাঙ্ক্ষী প্রতিযোগীদের একটি শক্তিশালী গ্রুপ। তাদের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, ব্যবসা করার নিজস্ব পদ্ধতি রয়েছে। আমাদের আরও কঠিন প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হবে।’
বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। নতুন বিপণন মৌসুমে (১ জুলাই থেকে শুরু) শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে তারা। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের মতো বড় বাজারগুলোকে এবার টার্গেট করছে।
গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় রপ্তানি সংস্থা অ্যাগ্রোএক্সপোর্টের প্রধান ইলিয়া ইলুশিন এ তথ্য জানিয়েছেন বলে ব্যাংকক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিশর ও তুরস্কের মতো ঐতিহ্যবাহী ক্রেতার বাইরে কৃষি রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাচ্ছে রাশিয়া। উল্লেখ্য, তুরস্ক মাঝে মাঝে অভ্যন্তরীণ উৎপাদকদের সমর্থন করার জন্য আমদানি নিষিদ্ধ করে। গত মৌসুমে রাশিয়া ভিয়েতনামে গম সরবরাহ চারগুণ করেছে।
ইলুশিন বলেন, ‘এই মুহূর্তে, আমাদের লক্ষ্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করা। এর মধ্যে শুধু ভিয়েতনাম এবং বাংলাদেশই নয়, মালয়েশিয়া এবং ফিলিপাইনও অন্তর্ভুক্ত। এগুলো বড় দেশ, যাদের উল্লেখযোগ্য ক্রয় ক্ষমতা এবং শস্য আমদানির চাহিদা রয়েছে।’
গত মৌসুমে বাংলাদেশ রাশিয়ার গমের তৃতীয় বৃহত্তম ক্রেতা ছিল। স্পষ্টত এই অঞ্চলে রাশিয়ার শস্য রপ্তানির ক্রমবর্ধমান বাজার হয়ে উঠছে বাংলাদেশ।
কিছু অঞ্চলে খরা সত্ত্বেও, রাশিয়া ২০২৫ সালে ১৩ কোটি ৫০ লাখ টন শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছরের তুলনায় এটি ৪ শতাংশ বেশি। বর্তমান মৌসুমে রাশিয়া ৪ কোটি ৫০ লাখ টন গম রপ্তানির পরিকল্পনা করেছে, যা গত মৌসুমের ৪ কোটি ৪০ লাখ টনের চেয়ে কিছুটা বেশি।
তবে, রাশিয়ার শস্য উৎপাদক ও রপ্তানিকারক ইউনিয়নের বোর্ড সদস্য এবং বায়ো-টন এগ্রিকালচারাল হোল্ডিংয়ের সিইও এডুয়ার্ড জারনিন সতর্ক করেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় রাশিয়াকে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।
জারনিন বলেন, ‘এটি উচ্চাকাঙ্ক্ষী প্রতিযোগীদের একটি শক্তিশালী গ্রুপ। তাদের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, ব্যবসা করার নিজস্ব পদ্ধতি রয়েছে। আমাদের আরও কঠিন প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হবে।’
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে