Ajker Patrika

সোনার দাম ভরিতে কমল ৩৪৫২ টাকা

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমেছে। এ দফায় প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার রাতে সোনার দাম কমানোর এ ঘোষণা দেয়। নতুন দর আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে। সোনার দামের পাশাপাশি রুপার দামও কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরির দাম হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, দাম কমার পরে ২২ ক্যারেট সোনার ভরি আগামীকাল থেকে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা এবং ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৩ হাজার ১৬০ টাকায়।

আজ বৃহস্পতিবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা। এ ছাড়া আজ পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৫৭৫ টাকায় বিক্রি হয়েছে।

এর আগে গত ৩০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরির দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায়। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

এদিকে রুপার দাম কমার পরে হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরি দাঁড়াবে ২ হাজার ৬২৪ টাকা। ২২ ক্যারেটের ভরিতে রুপার দাম কমেছে ১১৭ টাকা। এ ছাড়া দাম কমার পরে ২১ ক্যারেট রুপা ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট রুপা ২ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম হয়েছে ১ হাজার ৬১০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আরও ক্ষমতাধর হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, দুর্বল হচ্ছে সুপ্রিম কোর্ট

উত্তরায় শিক্ষকের ডাস্টারের আঘাতে ছাত্র রক্তাক্ত, বিচারের দাবিতে বিক্ষোভ

মুহূর্তেই উধাও ৬ হাজার কোটি টাকা—৫ ইসলামী ধারার ব্যাংকের শেয়ার ‘শূন্য’ ঘোষণা

মুগদা-মান্ডা সড়ক: উচ্ছেদের পর ফের দখল

চট্টগ্রামে যুবদল কর্মী নিহত: মেয়রের ক্ষোভ ঝাড়া সেই ওসিকে বদলি

এলাকার খবর
Loading...