Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
উদ্ধার হওয়া পিস্তল ও ম্যাগাজিন। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার হওয়া পিস্তল ও ম্যাগাজিন। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে অবৈধ বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল রানা (৩৩) নামের এক যুবকের বাড়ি থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোহেল রানা রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকায় ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন। তিনি অবৈধভাবে বিদেশি পিস্তল সংরক্ষণ করতেন বলে পুলিশের কাছে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আজ সোমবার সকালে পুলিশ সুপার (এসপি) জাহিদ ইকবাল তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি দিয়ে ইতিমধ্যে কোনো অপরাধ কর্মকাণ্ড ঘটেছে কি না তা তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাঁকে রিমান্ডের আবেদন করা হবে আদালতে।

এদিকে ঠাকুরগাঁও থানার পুলিশ রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকায় মৎস্য খামারে অভিযান চালিয়ে মাদক মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম গোলাম কিবরিয়া।

পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর থানায় দুজন, পীরগঞ্জ থানায় চারজন, হরিপুর থানায় একজন এবং ভুল্লী থানায় একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ, ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে

মামুনের কথা অসংগতিপূর্ণ, আরও জিজ্ঞাসাবাদ করা হবে: পুলিশ

অভিযোগ প্রমাণিত হলে ডাকসু নির্বাচনের ফলাফল স্থগিতের দাবি সাদা দলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত