ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রেজিয়া খাতুনকে (৪৮) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ এসব তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এ তথ্য জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেপ্তার দুজন হলেন পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) এবং একই গ্রামের মৃত ধনীবুল্লাহ ছেলে মো. এনতাজুল (৪৪)। গতকাল সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রেজিয়া বেগমকে আসামিরা শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন রেজিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেন।
পীরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামির বাড়ির পাশে একটি আমবাগানে গত রোববার রেজিয়াকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আবারও কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আসামিরা তাঁকে হত্যা করেন। আজ ঠাকুরগাঁও বিচারিক আদালতে তাঁদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে গতকাল পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আমবাগান থেকে ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা. লিজা বেগম, সিনিয়র এএসপি মো. ফারুক ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রেজিয়া খাতুনকে (৪৮) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ এসব তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এ তথ্য জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেপ্তার দুজন হলেন পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) এবং একই গ্রামের মৃত ধনীবুল্লাহ ছেলে মো. এনতাজুল (৪৪)। গতকাল সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রেজিয়া বেগমকে আসামিরা শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন রেজিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেন।
পীরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামির বাড়ির পাশে একটি আমবাগানে গত রোববার রেজিয়াকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আবারও কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আসামিরা তাঁকে হত্যা করেন। আজ ঠাকুরগাঁও বিচারিক আদালতে তাঁদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে গতকাল পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আমবাগান থেকে ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা. লিজা বেগম, সিনিয়র এএসপি মো. ফারুক ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
১৩ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে