প্রতিনিধি
বিয়ানীবাজার (সিলেট): সিলেটের বিয়ানীবাজারের মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় খাবার হিসেবে অতি পরিচিত 'বাঁশ কড়ূল'। স্থানীয়রা একে 'করিল' বলে থাকেন। এ জেলায় মজাদার তরকারি হিসেবে বাঁশ কড়ুলের কদর রয়েছে। মূলত বাঁশের গোঁড়ার কচি নরম অংশকে বলা হয় বাঁশ কড়ুল। এ সবজি বিয়ানীবাজার সহ সিলেটের সব জায়গায় পাওয়া যায়।
তামান্না বেগম নামে এক গৃহিণী বলেন, 'এই মৌসুমে বিয়ানীবাজার পৌর শহরসহ সিলেটের বিভিন্ন হাটবাজারে বাঁশ কড়ুল পাওয়া যাচ্ছে। তৈলাক্ত মাছ, মাংস, হাঁসের মাংস দিয়ে এটি রান্না করলে স্বাদের পরিমাণ আরও বৃদ্ধি পায়।'
জানা যায়, বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত এ সবজির ভরা মৌসুম থাকে। বাঁশের জাত অনুযায়ী বাঁশ কড়ুলের স্বাদও ভিন্ন হয়। তবে 'মুলি বাঁশ কড়ুল' বেশি সুস্বাদু হওয়ায় সবার কাছে এটি খুবই জনপ্রিয়। প্রতি কেজি বাঁশ কড়ুল ৮০-১০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে চাহিদা অনুযায়ী এর দাম কম বেশি হয়ে থাকে। সবার আগে বাজারে পাওয়া যায় 'মিটিংগ্যা বাঁশ কড়ুল'। বাজারে প্রথম আসায় একচেটিয়া বাজার দখল করে নেয় এটি। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে প্রবাসী বাংলাদেশির খাবারের তালিকায় জনপ্রিয়তা পেয়েছে এই সবজি।
স্বাদে অতুলনীয় এই সবজি শুধু এই উপজেলাবাসীর জন্য নয়, দেশের সব মানুষের এখন অতি প্রিয় খাবারে পরিণত হয়েছে। খুচরা ও পাইকারি বিক্রেতারা বিয়ানীবাজার থেকে বিভিন্ন জেলায় এই বাঁশ কড়ুল বিক্রির জন্য কিনে নিয়ে যায়।
পরিবেশ বিশেষজ্ঞরা জানান, বাঁশ কড়ুল উৎপাদনের স্বার্থে জুন-আগস্ট পর্যন্ত বাঁশ আহরণ বন্ধ রাখতে হবে। তবে বাঁশ কড়ুল আহরণের নামে উপজেলার বাঁশবাগান থেকে নির্বিচারে কচি বাঁশ কেটে ফেলা হচ্ছে। এভাবে কচি বাঁশ কেটে ফেলায় প্রাকৃতিকভাবে বাঁশের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান, বাঁশ কডুল সবজি হিসেবে ব্যবহারের ফলে মূলত বাঁশের বংশবৃদ্ধিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ফলে উপজেলাবাসীকে বাঁশ কড়ুলকে সবজি হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
বিয়ানীবাজার (সিলেট): সিলেটের বিয়ানীবাজারের মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় খাবার হিসেবে অতি পরিচিত 'বাঁশ কড়ূল'। স্থানীয়রা একে 'করিল' বলে থাকেন। এ জেলায় মজাদার তরকারি হিসেবে বাঁশ কড়ুলের কদর রয়েছে। মূলত বাঁশের গোঁড়ার কচি নরম অংশকে বলা হয় বাঁশ কড়ুল। এ সবজি বিয়ানীবাজার সহ সিলেটের সব জায়গায় পাওয়া যায়।
তামান্না বেগম নামে এক গৃহিণী বলেন, 'এই মৌসুমে বিয়ানীবাজার পৌর শহরসহ সিলেটের বিভিন্ন হাটবাজারে বাঁশ কড়ুল পাওয়া যাচ্ছে। তৈলাক্ত মাছ, মাংস, হাঁসের মাংস দিয়ে এটি রান্না করলে স্বাদের পরিমাণ আরও বৃদ্ধি পায়।'
জানা যায়, বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত এ সবজির ভরা মৌসুম থাকে। বাঁশের জাত অনুযায়ী বাঁশ কড়ুলের স্বাদও ভিন্ন হয়। তবে 'মুলি বাঁশ কড়ুল' বেশি সুস্বাদু হওয়ায় সবার কাছে এটি খুবই জনপ্রিয়। প্রতি কেজি বাঁশ কড়ুল ৮০-১০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে চাহিদা অনুযায়ী এর দাম কম বেশি হয়ে থাকে। সবার আগে বাজারে পাওয়া যায় 'মিটিংগ্যা বাঁশ কড়ুল'। বাজারে প্রথম আসায় একচেটিয়া বাজার দখল করে নেয় এটি। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে প্রবাসী বাংলাদেশির খাবারের তালিকায় জনপ্রিয়তা পেয়েছে এই সবজি।
স্বাদে অতুলনীয় এই সবজি শুধু এই উপজেলাবাসীর জন্য নয়, দেশের সব মানুষের এখন অতি প্রিয় খাবারে পরিণত হয়েছে। খুচরা ও পাইকারি বিক্রেতারা বিয়ানীবাজার থেকে বিভিন্ন জেলায় এই বাঁশ কড়ুল বিক্রির জন্য কিনে নিয়ে যায়।
পরিবেশ বিশেষজ্ঞরা জানান, বাঁশ কড়ুল উৎপাদনের স্বার্থে জুন-আগস্ট পর্যন্ত বাঁশ আহরণ বন্ধ রাখতে হবে। তবে বাঁশ কড়ুল আহরণের নামে উপজেলার বাঁশবাগান থেকে নির্বিচারে কচি বাঁশ কেটে ফেলা হচ্ছে। এভাবে কচি বাঁশ কেটে ফেলায় প্রাকৃতিকভাবে বাঁশের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান, বাঁশ কডুল সবজি হিসেবে ব্যবহারের ফলে মূলত বাঁশের বংশবৃদ্ধিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ফলে উপজেলাবাসীকে বাঁশ কড়ুলকে সবজি হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১১ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৫ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে