Ajker Patrika

সিলেটে একসঙ্গে ৫ রাস্তায় কাজ, দুর্ভোগে নগরবাসী

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২: ১৪
সিলেটে একসঙ্গে ৫ রাস্তায় কাজ, দুর্ভোগে নগরবাসী

সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পথ আম্বরখানা-চৌহাট্টা সড়ক। এই সড়ক দিয়েই যেতে হয় নগরের গুরুত্বপূর্ণ বন্দর বাজার, জিন্দাবাজার। ঢাকা বা অন্য জেলায়ও যেতে ব্যবহার হয় এই সড়ক। সড়কটিতে পড়ে হযরত শাহজালাল (র.)-এর মাজার। যেখানে সারা দেশ থেকে প্রতিনিয়ত মানুষ আসে। পবিত্র রমজান মাসে সেটা আরও বাড়ে। অথচ রমজানের আগের দিন থেকেই বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়ক। এতে তীব্র যানজটে পড়ছেন নগরের বাসিন্দারা। ১৫ রমজানের পর ঈদের কেনাকাটার ভিড় বাড়লে যানজট আরও অসহনীয় হতে পারে।

একইভাবে সিলেট নগরের এমন পাঁচটি রাস্তা বন্ধ রেখেই চলছে স্যুয়ারেজ লাইন সংস্কার ও উন্নয়নকাজ। বিকল্প পথও ব্যবহার করা যাচ্ছে না। একদিকে তীব্র যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় যাচ্ছে।

আম্বরখানা-চৌহাট্টা সড়কটি বন্ধ রেখে আম্বরখানা পয়েন্টে রাস্তা খুঁড়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে আর দরগাহ গেট পয়েন্টে গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এত দিন এই সড়কের এক পাশ বন্ধ রেখে অন্য পাশে কাজ চললেও বর্তমানে দুই পাশ বন্ধ রেখেই কাজ চলছে। এই কাজ শেষ হতে যথাক্রমে দেড় মাস ও ছয় মাস লাগবে বলে জানিয়েছেন সেখানে কাজ করা শ্রমিকেরা।

নগরের চৌহাট্টা-রিকাবীবাজার সড়ক দিয়ে যেতে হয় জেলা স্টেডিয়াম ও সিলেটের বিভাগীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যস্ততম এই সড়কেরও একপাশে যান চলাচল বন্ধ রেখে চলছে পুরোনো কালভার্ট ভেঙে নতুন করে কালভার্ট নির্মাণের কাজ। 

এ ছাড়া নগরের নাইওরপুল-সুবহানীঘাট সড়ক বন্ধ রয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। যার কারণে সোবহানীঘাট পয়েন্টে যানজট লেগেই থাকে। আর নগরের মেন্দিবাগ পয়েন্টেও উন্নয়নমূলক কাজের জন্য রাস্তায় যানজট লেগে আছে। এতে করে সুরমা নদীর উভয় পাড়ের বাসিন্দাদের পড়তে হচ্ছে সমস্যায়। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘আগাম বৃষ্টি ও জাতীয় নির্বাচনের জন্য আগেভাগে কাজ শুরু করা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বেগম রোকেয়া হলেও তিন গুণ ভোট বেশি শিবিরের জাহিদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার রাতে এ হলের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

তিনি জানান, মোস্তাকুর রহমান জাহিদ কেন্দ্রীয় সংসদের ভিপি পদে পেয়েছেন ৭৫২ ভোট। ছাত্রদলের আবির পেয়েছেন ২১১ ভোট। জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার ৬৬১ ও ছাত্রশিবিরের প্যানেলের ফাহিম রেজা ৩৭৭ ভোট পেয়েছেন।

এজিএস পদে শিবিরের সালমান সাব্বির ৩৪৬ ও ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা ২৯৯ ভোট পেয়েছেন।

এর আগে মন্নুজান হলের ফল ঘোষণা করা হয়। এ দুই কেন্দ্রে ভিপি পদে মোস্তাকুর রহমান মোট ১ হাজার ৭২৪ ও নূর উদ্দিন আবির ৪৪৭ ভোট পেয়েছেন।

জিএস পদে আম্মার মোট ১ হাজার ৫০২ ও ফাহিম রেজা ৮৭২ এবং এজিএস পদে সালমান সাব্বির ৮৯৯ ও এষা ৬৭৭ ভোট পেয়েছেন। রাত ১২টা পর্যন্ত আর কোনো কেন্দ্রের ফল আসেনি। মোট কেন্দ্র ১৭টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

তিস্তা বাঁচাতে মশাল হাতে হাজারো মানুষ

আজকের পত্রিকা ডেস্ক­
তিস্তা নদীপারে মশাল হাতে হাজারো মানুষের ঢল। ছবি: সংগৃহীত
তিস্তা নদীপারে মশাল হাতে হাজারো মানুষের ঢল। ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।

আজকের পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সন্ধ্যার পর রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নে বুড়িরহাট বাজার এলাকায় তিস্তার তীরে হাতে জ্বলন্ত মশাল নিয়ে জড়ো হন হাজারো মানুষ। বাদ্যযন্ত্রের তালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগান তুলে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। নিজেদের অস্তিত্ব রক্ষায় নদীতীরে দাঁড়িয়ে গলা ছেড়ে তিস্তা নদী বাঁচানোর আকুতি জানান হাজারো মানুষ। এ সময় তিস্তার তীরে প্রজ্বলিত মশালের আলো নদীর পানিতে জ্বলন্ত প্রতিবিম্ব তৈরি করেছিল। এই প্রতিবিম্বকে মনে হচ্ছিল যেন, তিস্তা তীরবর্তী বাসিন্দাদের দাবির স্ফুলিঙ্গ।

কর্মসূচিতে মশাল হাতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মজিবর আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর তিস্তাত পানি থাকে না। ফির হুট করি পানি আসিয়া সউগ ভাঙি নিয়া যায়। জমি যায়, বাড়িঘর যায়। শত শত মানুষক নিঃস্ব করছে এই তিস্তা। এই নদী বাঁচপার না পাইলে এলাকার মানুষও বাইচপ্যার পাবার নয়। সরকার হামার নদী বাঁচে দেউক।’

লালমনিরহাট প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর বিভাগের তিস্তা নদীর দুই তীরের ১১টি স্থানে একযোগে এ মশাল প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ মশাল প্রজ্বালন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাই সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী। এ ছাড়া ডালিয়া এলাকায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এদিকে গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি জানান, সন্ধ্যার দিকে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে মশাল প্রজ্বালন কর্মসূচি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রথম কেন্দ্রের ফলে ছাত্রদলের ভিপি প্রার্থীর ৪ গুণ বেশি ভোট শিবিরের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছাত্রশিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ফাইল ছবি
ছাত্রশিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে ৪ গুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।

রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম। এতে দেখা যায়, ছাত্রশিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ মন্নুজান হলে ভোট পেয়েছেন ৯৭২টি। আর ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ২৩৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসিন খান পেয়েছেন ১৭৩টি।

এই হলে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১ ভোট। শিবিরের প্যানেলের ফাহিম রেজা ৪৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর ৮৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন। এজিএস পদে শিবিরের সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩ ভোট। ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮।

এই হলের ভিপি নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান। পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট। জিএস নির্বাচিত হয়েছেন তাসমিয়া জাহান তন্বী। তাঁর ভোট ৯১২। এজিএস পদে সাবিনা ইয়াসমিন পেয়েছেন ১ হাজার ৫।

ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। ফাইল ছবি
ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। ফাইল ছবি

নির্বাহী সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন—দ্বীপ মাহবুব (৪৭৮), তামান্না আক্তার (৪৫৯), ইমতিয়াজুল হক জালালী (৪০১) ও হাবিবুর রহমান (৩৬১)।

সিনেট প্রতিনিধি পদে এ হলে জুয়েল রানা ১২০, আরিফুল ইসলাম ১১৮, রাহুল আগাওয়াল ১১২, সাজ্জাদ হোসেন ৯৯ ও জুনাইদ ৮৬ ভোট পেয়েছেন।

নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোট ১৭টি কেন্দ্রের ফল ঘোষণার পর রাকসু কেন্দ্রীয় সংসদের ফল চূড়ান্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চট্টগ্রামে কারখানায় ৮ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, হঠাৎ নামল বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে কারখানায় ৮ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, হঠাৎ নামল বৃষ্টি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি কারখানায় ৮ ঘণ্টা ধরে জ্বলছে আগুন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষ্মণ নেই। আগুন আরও বাড়ছে। পাশের কারখানায় ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস ও নৌবাহিনী মিলে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দীর্ঘ সময়ের শ্রমে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। অথচ আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় আচমকা আকাশ থেকে বৃষ্টি নামে ওই এলাকায়। একেবারে মুষলধারায় বৃষ্টি নেমেছে বলে জানান ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, হঠাৎ বৃষ্টি নামায় কিছুটা স্বস্তি ফিরেছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ২টার দিকে দক্ষিণ হালিশহরে অবস্থিত ৯ তলা ভবনটিতে আগুন লাগে। সেটি আস্তে আস্তে নিচের দিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলী ফখরী আজকের পত্রিকাকে বলেন, পুরো ভবনের সবকটি ফ্লোর তাঁদের। ওপরের দিকের ফ্লোরে লাগা আগুন নিচের দিকেও ছড়িয়ে পড়ছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বেলা ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। সাততলা একটি ভবনের পাঁচ, ছয় ও সাততলায় আগুন লাগে।

অন্যদিকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল অ্যাকসেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

সম্পর্কিত