Ajker Patrika

সিলেটে চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৮ মে ২০২৪, ১৫: ১৯
সিলেটে চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার ফুলবাড়ী পূর্বপাড়া দীঘিরপাড় গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার সকালে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘গত রাতে আমার স্ত্রীকে আনতে ওই এলাকায় যাই। তখন দোয়াত-কলমের বেশ কয়েকজন সমর্থক আমার গাড়ি আটকে আমার ওপর হামলা চালায়। এ সময় আমার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়।’

শাহিদুর রহমান চৌধুরী আরও বলেন, ‘আজ বুধবার সকালে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করি। প্রশাসনের কাছে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বরায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের কাছে জাল ভোট ও ঘোড়া প্রতীকের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন শাহিদুর রহমান।

হামলার অভিযোগের বিষয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য একটি নাটক সাজানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তাদের আইনের আওতায় আনা হোক।’

এ বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘থানার বাইরে আছি। শুনেছি চেয়ারম্যান প্রার্থী শাহিদুর রহমান অভিযোগ জানিয়েছেন।’

এ বিষয়ে মন্তব্য জানতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবালকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত