Ajker Patrika

ওসমানীতে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ, ৩টি বাতিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
ওসমানীতে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ, ৩টি বাতিল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়। তবে গন্তব্যে যেতে না পেরে রাতের বিভিন্ন সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ৮টি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ৩টি ফ্লাইট উড্ডয়ন বাতিল করা হয়। তবে ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকলেও অবতরণ বন্ধ রাখা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড়ের কারণে ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর পরিস্থিতি ওসমানী বিমানবন্দরের চেয়ে বিপজ্জনক হওয়ায় বিশ্বের ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ফ্লাইটগুলো ওসমানীতে জরুরি অবতরণ করে। জরুরি অবতরণ করা ফ্লাইটের সংখ্যা ৮টি। এর মধ্যে একটি ফ্লাইট আসে সৈয়দপুর থেকে, বাকিগুলো আন্তর্জাতিক ফ্লাইট।

পরে আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়ায় একে একে সিলেট বিমানবন্দর ছেড়ে উড়াল দেয় ফ্লাইটগুলো। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের সহকারী স্টেশন ম্যানেজার সৈয়দ বেলায়েত আলী লিমন বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকার আবহাওয়া খারাপ হওয়ায় তাদের পাঁচটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে এসে জরুরি অবতরণ করে। তার মধ্যে চারটি ফ্লাইট আসে চেন্নাই, কলকাতা, দুবাই ও সিঙ্গাপুর থেকে। আরেকটি ফ্লাইট ছিল অভ্যন্তরীণ।’

সৈয়দ বেলায়েত আলী লিমন আরও জানান, তাঁদের ফ্লাইটের যাত্রীদের এয়ারলাইনসের নিজস্ব ব্যবস্থাপনায় হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। অন্য এয়ারলাইনসগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য হোটেলে থাকা ও খাবারের ব্যবস্থা করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের করা হয় সোমবার সন্ধ্যায়। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ হওয়ায় আটটি ফ্লাইট রাতের বিভিন্ন সময় ওসমানীতে অবতরণ করানো হয়। এর মধ্যে সাতটি ফ্লাইট ছিল আন্তর্জাতিক। তবে আজ (মঙ্গলবার) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফ্লাইটগুলো শিডিউল অনুসারে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে সিলেট ছাড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত