নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে তাঁর। তবে বাজেট বক্তৃতায় সিসিকের উন্নয়নে সরকারের বৈষম্য এবং তাঁর প্রতি অবিচারের অভিযোগ তুলেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা এলাকার একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ধরা হয়েছে।
বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরের শাহজালাল মাজার সড়ক ও আম্বরখানা থেকে জিন্দাবাজার-বন্দর হয়ে সার্কিট হাউস পর্যন্ত মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের পর আরও ১১টি সড়কে ভূগর্ভস্থ বিদ্যুতায়নের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সিসিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শেষ পর্যন্ত সিলেটের সঙ্গে চরম বৈষম্যমূলক নীতি দেখানো হয়েছে। অন্যান্য অঞ্চলের জন্য এ প্রকল্প অনুমোদন দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিলেটের প্রকল্প বাদ দিয়েছে। এতে সিলেটবাসী বঞ্চিত হয়েছেন।’
মেয়র হতাশা ব্যক্ত করে আরও বলেন, সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়; কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। বর্ধিত এলাকার বিপুলসংখ্যক মানুষের জন্য সব নাগরিকের সুবিধা নিশ্চিত করার স্বার্থে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি প্রয়োজন ছিল। তবে এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা নতুন ওয়ার্ডগুলোর বাসিন্দাদের চরমভাবে হতাশ করবে।
নিজের শেষ বাজেটে এসে গত দুই মেয়াদে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল। এ সময় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিসিকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানান তিনি। এ ছাড়া মেয়র না থাকলেও সিসিকের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেন আরিফ। আগামী ৮ নভেম্বর সিসিকের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এবারের বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৫২ কোটি ৭৭ লাখ, শিক্ষা খাতে ৪ কোটি ১০ লাখ, স্বাস্থ্য খাতে ১ কোটি ৮৭ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৯ কোটি ৬ লাখ, বিদ্যুৎ প্রকৌশল বা সড়কবাতি খাতে ৩ কোটি ১০ লাখ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে ৫ কোটি ৪০ লাখ ও বিবিধ ৭ কোটি ১৫ লাখ টাকা। এ ছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্পহাউস, মেশিন, পাইপলাইন মেরামত-সংস্কার ও বিদ্যুৎ বিল পরিশোধসহ মোট ১৮ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে রাজস্ব খাতে ব্যয় বাবদ মোট ৩৩ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে তাঁর। তবে বাজেট বক্তৃতায় সিসিকের উন্নয়নে সরকারের বৈষম্য এবং তাঁর প্রতি অবিচারের অভিযোগ তুলেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা এলাকার একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ধরা হয়েছে।
বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরের শাহজালাল মাজার সড়ক ও আম্বরখানা থেকে জিন্দাবাজার-বন্দর হয়ে সার্কিট হাউস পর্যন্ত মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের পর আরও ১১টি সড়কে ভূগর্ভস্থ বিদ্যুতায়নের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সিসিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শেষ পর্যন্ত সিলেটের সঙ্গে চরম বৈষম্যমূলক নীতি দেখানো হয়েছে। অন্যান্য অঞ্চলের জন্য এ প্রকল্প অনুমোদন দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিলেটের প্রকল্প বাদ দিয়েছে। এতে সিলেটবাসী বঞ্চিত হয়েছেন।’
মেয়র হতাশা ব্যক্ত করে আরও বলেন, সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়; কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। বর্ধিত এলাকার বিপুলসংখ্যক মানুষের জন্য সব নাগরিকের সুবিধা নিশ্চিত করার স্বার্থে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি প্রয়োজন ছিল। তবে এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা নতুন ওয়ার্ডগুলোর বাসিন্দাদের চরমভাবে হতাশ করবে।
নিজের শেষ বাজেটে এসে গত দুই মেয়াদে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল। এ সময় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিসিকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানান তিনি। এ ছাড়া মেয়র না থাকলেও সিসিকের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেন আরিফ। আগামী ৮ নভেম্বর সিসিকের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এবারের বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৫২ কোটি ৭৭ লাখ, শিক্ষা খাতে ৪ কোটি ১০ লাখ, স্বাস্থ্য খাতে ১ কোটি ৮৭ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৯ কোটি ৬ লাখ, বিদ্যুৎ প্রকৌশল বা সড়কবাতি খাতে ৩ কোটি ১০ লাখ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে ৫ কোটি ৪০ লাখ ও বিবিধ ৭ কোটি ১৫ লাখ টাকা। এ ছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্পহাউস, মেশিন, পাইপলাইন মেরামত-সংস্কার ও বিদ্যুৎ বিল পরিশোধসহ মোট ১৮ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে রাজস্ব খাতে ব্যয় বাবদ মোট ৩৩ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে