Ajker Patrika

সিলেটের ১৯ আসনের ১৫টিতে লাঙলের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২৩: ১৫
সিলেটের ১৯ আসনের ১৫টিতে লাঙলের প্রার্থী ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় সিলেটের ১৯টি আসনের ১৫ টিতে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

প্রার্থীরা হলেন—সুনামগঞ্জ-১ আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ-৫ আসনে নাজমুল হুদা হিমেল, সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটিইউ তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন, মৌলভীবাজার-১ আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ রুহুল আমিন, হবিগঞ্জ-১ এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ আহাদ উদ্দিন চৌধুরী শাহীন মনোনয়ন পেয়েছেন। 

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৯ টির প্রার্থীর নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে—সিলেট বিভাগের ৪টি। সুনামগঞ্জ-২ ও ৩, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-২ আসন প্রার্থী ঘোষণা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত