Ajker Patrika

জামিন নামঞ্জুর, হাতকড়াসহ আদালত ভবনের চারতলা থেকে ঝাঁপ দিলেন আসামি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
জামিন নামঞ্জুর, হাতকড়াসহ আদালত ভবনের চারতলা থেকে ঝাঁপ দিলেন আসামি

সিলেটে আদালত ভবনের চতুর্থ তলার বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে এক আসামি জখম হয়েছেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথা, হাত–পা ও পিঠে আঘাত পেয়েছেন তিনি। 

আজ সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে আদালতে হাজিরা শেষে হাতকড়া পরা অবস্থায় দৌড়ে ৪র্থ তলায় উঠে বারান্দা থেকে লাফ দেন তিনি। দ্বিতীয় তলার সানশেডে পড়ে মাথা, হাত–পা, পিঠে আঘাত পান।

আহত শাকিল আহমদ (২৯) জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজার এলাকার আটগ্রামের আব্দুর রউফের ছেলে। তাৎক্ষণিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে আহত অবস্থায় দেখেন। এরপর হাসপাতালে পাঠানো হয়। 

সিলেট সদর কোর্ট পুলিশের পরিদর্শক এনামুল মনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মেয়েকে কুপিয়ে জখমের মামলায় শাকিল আট মাস ধরে কারাগারে রয়েছেন। তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এতদিন হাজতে থাকায় জামিন দেওয়ার জন্য নিজেই বিচারকের প্রতি অনুরোধ করেন। কিন্তু বিচারক নামঞ্জুর করেন। পরে এজলাস থেকে বের হয়েই এমন কাণ্ড ঘটায়।’ 

পুলিশ পরিদর্শক এনামুল মনোয়ার আরও বলেন, ‘মামলার নথিপত্র থেকে জানা গেছে, শাকিল মানসিক ভারসাম্যহীন। নথিপত্রে তাঁর ডাক্তারি কাগজপত্রও রয়েছে।’ 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্রা চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘ঊরুর একটি মাসল (পেশি) ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পা ভেঙে গেছে। থুতনি কেটে গেছে। পা ভারী জিনিস নিয়ে টানা দিয়ে রাখা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে আছে, তাঁকে অর্থোপেডিকে স্থানান্তর করা হবে। বড় কোনো আশঙ্কা নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত