নিজস্ব প্রতিবেদক, সিলেট
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কোনো খুনিকে আর রাজনীতিতে দেখতে চাই না। বিশিষ্ট নাগরিকের নামে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায় তাদের জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। তাদের যথাযথ জবাব দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় কাজী নজরুল অডিটরিয়ামে সংগঠনটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে বাংলাদেশে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোনোভাবে যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার চক্রান্ত করা হয়, রাজপথে সাধারণ জনতা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে।’
সভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমাদেরকে আগে ফ্যাসিস্ট কাঠামো ধ্বংস করতে হবে। এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের দুই চোখের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এ জন্য আদর্শ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পার্টি গঠনের চেয়ে আমরা রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। এজন্য তরুণ জনগোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে হবে।’
বিভাগীয় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ আল গালিব ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হোসাইন আহমদসহ অনেকে।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কোনো খুনিকে আর রাজনীতিতে দেখতে চাই না। বিশিষ্ট নাগরিকের নামে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায় তাদের জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। তাদের যথাযথ জবাব দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় কাজী নজরুল অডিটরিয়ামে সংগঠনটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে বাংলাদেশে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোনোভাবে যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার চক্রান্ত করা হয়, রাজপথে সাধারণ জনতা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে।’
সভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমাদেরকে আগে ফ্যাসিস্ট কাঠামো ধ্বংস করতে হবে। এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের দুই চোখের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এ জন্য আদর্শ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পার্টি গঠনের চেয়ে আমরা রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। এজন্য তরুণ জনগোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে হবে।’
বিভাগীয় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ আল গালিব ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হোসাইন আহমদসহ অনেকে।
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) চীনের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত রক্ত আমাশয়ের (শিগেলা) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। চীনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে আইসিডিডিআরবির সহযোগিতা চেয়েছিল।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা রোগ)। গবাদিপশুর এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ উপসর্গ নিয়ে মারাও গেছেন মোছা. রোজিনা বেগম নামের এক নারী। কিন্তু সে তুলনায় নেই সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা। ফলে চরম উৎকণ্ঠা আর উদ্বিগ্নে দিন কাটছে সুন্দরগঞ্জবাসীর।
২ ঘণ্টা আগেতিন বছর ধরে বরগুনার তালতলীর ফাতরার বনের উত্তর নিদ্রার চরের শত শত বিভিন্ন প্রজাতির বড় গাছ মরে যাচ্ছে। তবে সেগুলো বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না বন বিভাগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা সেসব গাছ চোরাই পথে বিক্রি করছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে