Ajker Patrika

শাহজাদপুরে ১ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি
শাহজাদপুরে ১ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ব্রজবালার ডোবারপাড়ে একটি গাছের সাথে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

নিহত ব্যক্তির নাম খোকা মোল্লা (৬৫)। তিনি গ্রামের মৃত পরান মোল্লার ছেলে।

এলাকাবাসী ও স্বজনেরা জানায়, পাওনাদারদের অত্যাচারে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল খোকা মোল্লা। এ নিয়ে রোববার পারিবারিক কলহের জের ধরে রাত থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। পরে একটি গাছের সাথে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত