Ajker Patrika

সলঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে ১ জনের মৃত্যু

প্রতিনিধি
সলঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জ: সলঙ্গায় কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় নজরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় দুইটি গরুও পুড়ে মারা যায়।

আজ সোমবার ভোররাতে সলঙ্গা থানার ফেউকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নুরুল ইসলাম রোববার দিবাগত রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দেয়। হঠাৎ ভোর ৪টার দিকে কয়েল থেকে গরুর ঘরে আগুন লাগে। এ সময় নুরুল ইসলাম গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আসবাবপত্র সহ দু’টি ঘর পুড়ে ছাই হয়ে যান।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত