Ajker Patrika

কামারখন্দে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫: ৩৩
কামারখন্দে  শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। 

অভিযুক্ত রফিকুল উপজেলার ঝাঐল ইউনিয়নের লাহিড়ীবাড়ি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রফিকুল ওই শিশুর দূর সম্পর্কের আত্মীয় হয়। সেই সুবাদে রফিকুল ওই শিশুকে আখ দেওয়ার কথা বলে বাড়ির পাশে একটি আখ খেতে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হলে ওই শিশু চিৎকার-চেঁচামেচি শুরু করে। এমতাবস্থায় অভিযুক্ত রফিকুল শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছে। অভিযুক্ত বৃদ্ধকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

৪ বিষয়ে সুরাহা চেয়ে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিলেন ৯ পোলিং এজেন্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত