শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একটি অংশ। এবার তারা কাফনের কাপড় পড়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, ‘গত ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়। জাকির আওয়ামী লীগ পরিবারের লোক। তার পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুই সন্তানের বাবা। পেশায় আইনজীবী। রাতের আঁধারে টাকার বিনিময়ে তাঁকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই কমিটি মানি না। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে করে জেলা ছাত্রদলের একটি অংশ। এ নিয়ে কমিটি ঘোষণার দিন গত মঙ্গলবার পাল্টা মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
পর দিন গত বুধবার কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হচ্ছে একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী কমিটির কাছে দায়িত্বভার ছেড়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু ছাত্রদল নামধারী কিছু উচ্ছৃঙ্খল বখাটে সড়ক অবরোধসহ শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আনন্দ মিছিলে পর্যন্ত হামলা চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে জেলা বিএনপির কোনো হাত নেই। কেন্দ্রীয় ছাত্রনেতারা যেভাবে ভালো মনে করেছেন, তাঁরা সেভাবে কমিটি দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমি এটা সমর্থন করি না। তাদের কমিটি পছন্দ না হলে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে সরাসরি বলতে পারে। কিন্তু তারা সেটি না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তারা আমাদের কথা শুনছে না।’
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একটি অংশ। এবার তারা কাফনের কাপড় পড়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, ‘গত ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়। জাকির আওয়ামী লীগ পরিবারের লোক। তার পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুই সন্তানের বাবা। পেশায় আইনজীবী। রাতের আঁধারে টাকার বিনিময়ে তাঁকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই কমিটি মানি না। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে করে জেলা ছাত্রদলের একটি অংশ। এ নিয়ে কমিটি ঘোষণার দিন গত মঙ্গলবার পাল্টা মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
পর দিন গত বুধবার কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হচ্ছে একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী কমিটির কাছে দায়িত্বভার ছেড়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু ছাত্রদল নামধারী কিছু উচ্ছৃঙ্খল বখাটে সড়ক অবরোধসহ শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আনন্দ মিছিলে পর্যন্ত হামলা চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে জেলা বিএনপির কোনো হাত নেই। কেন্দ্রীয় ছাত্রনেতারা যেভাবে ভালো মনে করেছেন, তাঁরা সেভাবে কমিটি দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমি এটা সমর্থন করি না। তাদের কমিটি পছন্দ না হলে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে সরাসরি বলতে পারে। কিন্তু তারা সেটি না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তারা আমাদের কথা শুনছে না।’
চট্টগ্রামে দুই কোম্পানির কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি
১ ঘণ্টা আগেরংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। গতকাল সোমবার সংগঠনের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান ও সদস্যসচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ঘটনার নিন্দা জানানো হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
১ ঘণ্টা আগে