শরীয়তপুর প্রতিনিধি
সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সোহাগ খান সুজন নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে আসা আরও তিন সাংবাদিক আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সুজনকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজন হলেন–নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির জেলা প্রতিনিধি নয়ন দাস ও দেশটিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছিল।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুরের সাংবাদিক সমাজ। তাঁরা এ ঘটনায় দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগ নিয়ে সমকালসহ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে আজ দুপুরে সদর হাসপাতালে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখের সঙ্গে সোহাগ খান সুজনসহ কয়েকজন সাংবাদিকের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়।
আহত সোহাগ খান সুজন বলেন, ‘নুরুজ্জামান শেখ ও তাঁর লোকজন ছুরি ও হাতুড়ি নিয়ে আমার ওপর সন্ত্রাসী হামলা চালান। এ ঘটনায় মামলা করা হবে।’ অপরদিকে অভিযুক্ত নুরুজ্জামান শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গতকাল সদর হাসপাতালে সোহাগ খান সুজনসহ কয়েকজন সাংবাদিক আমাকে লাঞ্ছিত করে। কোর্ট এলাকায় আজকে আবার তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেছে। আমি কারও ওপর হামলা করিনি।’
শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনা জানতে পেরে আমি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছি। এ ঘটনায় অভিযোগ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সোহাগ খান সুজন নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে আসা আরও তিন সাংবাদিক আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সুজনকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজন হলেন–নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির জেলা প্রতিনিধি নয়ন দাস ও দেশটিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছিল।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুরের সাংবাদিক সমাজ। তাঁরা এ ঘটনায় দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগ নিয়ে সমকালসহ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে আজ দুপুরে সদর হাসপাতালে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখের সঙ্গে সোহাগ খান সুজনসহ কয়েকজন সাংবাদিকের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়।
আহত সোহাগ খান সুজন বলেন, ‘নুরুজ্জামান শেখ ও তাঁর লোকজন ছুরি ও হাতুড়ি নিয়ে আমার ওপর সন্ত্রাসী হামলা চালান। এ ঘটনায় মামলা করা হবে।’ অপরদিকে অভিযুক্ত নুরুজ্জামান শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গতকাল সদর হাসপাতালে সোহাগ খান সুজনসহ কয়েকজন সাংবাদিক আমাকে লাঞ্ছিত করে। কোর্ট এলাকায় আজকে আবার তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে। এ সময় উপস্থিত লোকজন তাদের মারধর করেছে। আমি কারও ওপর হামলা করিনি।’
শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনা জানতে পেরে আমি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছি। এ ঘটনায় অভিযোগ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি চা-বাগানের নালা থেকে রামবচন গোয়ালা নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগেঘটনা সম্পর্কে জামাল মার্কেটের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, মদিনা রেস্টুরেন্টে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। হোটেলমালিককে কয়েক দফা নিষেধ করা হলেও অনিরাপদভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডারের চুলা বসিয়ে রান্নার কাজ করা হতো। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে...
১৮ মিনিট আগেজানা গেছে, ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্যগুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র...
২৫ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ছয়জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রমাণস্বরূপ বিষধর সাপও নিয়ে হাসপাতালে চলে আসেন।
২৮ মিনিট আগে