রংপুর প্রতিনিধি
রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নগরীর ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে পুলিশের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা তাঁদের আটক করা হয়েছে।
বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে পুলিশ নগরীর ছয়টি থানার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাব্বির হায়দার আশিক, ওই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ, হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলসহ ২০ জনকে আটক করা হয়।
সামসুজ্জামান সামু আরও বলেন, ‘পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত ২০ জন নেতা-কর্মীকে আটক করার খবর আমার কাছে আছে। মূলত ঢাকার সমাবেশে রংপুরের নেতা-কর্মীদের যোগ দেওয়া ঠেকাতে এই হয়রানি করা হচ্ছে। তাতে কোনো লাভ নেই। সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে ঢাকার সমাবেশকে সফল করব। এই সরকারের পতন ঘটাব।’
বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার সমাবেশকে সফল করতে ইতিমধ্যে রংপুরের অন্তত ২ হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। সমাবেশের আগে যানবাহন বন্ধের শঙ্কায় প্রতিদিন শত শত নেতা-কর্মী বিভিন্ন পথে ঢাকায় পৌঁছেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘পুলিশ নিয়মিত বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পুলিশের অভিযানে জামায়াত, শিবির, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’
রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নগরীর ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে পুলিশের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা তাঁদের আটক করা হয়েছে।
বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে পুলিশ নগরীর ছয়টি থানার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাব্বির হায়দার আশিক, ওই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ, হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলসহ ২০ জনকে আটক করা হয়।
সামসুজ্জামান সামু আরও বলেন, ‘পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত ২০ জন নেতা-কর্মীকে আটক করার খবর আমার কাছে আছে। মূলত ঢাকার সমাবেশে রংপুরের নেতা-কর্মীদের যোগ দেওয়া ঠেকাতে এই হয়রানি করা হচ্ছে। তাতে কোনো লাভ নেই। সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে ঢাকার সমাবেশকে সফল করব। এই সরকারের পতন ঘটাব।’
বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার সমাবেশকে সফল করতে ইতিমধ্যে রংপুরের অন্তত ২ হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। সমাবেশের আগে যানবাহন বন্ধের শঙ্কায় প্রতিদিন শত শত নেতা-কর্মী বিভিন্ন পথে ঢাকায় পৌঁছেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘পুলিশ নিয়মিত বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পুলিশের অভিযানে জামায়াত, শিবির, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে পরীক্ষার খাতা নিয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
২০ মিনিট আগেচট্টগ্রাম থেকে পাইপলাইনে কুমিল্লা ডিপোতে পাঠানো জ্বালানি তেলের (ডিজেল) প্রথম পার্সেলেই ঘাটতি ধরা পড়েছে ৩৩ হাজার ৯৫৪ লিটার। কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢোকা নিয়ে আলোড়নের মধ্যে ডিজেলের ঘাটতির বিষয়টি সামনে এল।
২৮ মিনিট আগেকুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মরদেহ। চর ধূলাসার এলাকার ভাঙা নামের এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ।
৩১ মিনিট আগেগাজীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান জিনিসসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
১ ঘণ্টা আগে