ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
কয়েক দিনের বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেশ কিছু জমিতে ধান, আগাম জাতের আলু, রবি শস্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
শিবনগর ইউনিয়নের দুলাল হোসেন বলেন, তিনি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু ও এক একর জমিতে ধান লাগিয়েছেন বৃষ্টি ও মৃদু বাতাসে ধান গাছ নুয়ে পড়েছে, আলুর অবস্থাও খুব খারাপ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সারা রাত ও বুধবার দিনভর টানা বৃষ্টিতে উপজেলার ৭টি ইউনিয়নসহ পৌর এলাকার বেশ কিছু জমিতে গামর ধান (কচি) ধান গাছ জমির সঙ্গে মিশে গেছে, আলুর জমিতে পানি জমে আছে। দ্রুত পানি না নামলে এসব জমির আলু ও ধান গাছসহ গামর (কচি) ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এর মধ্যে আরও বৃষ্টি হলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৮ হাজার ১৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, চাষ হয়েছে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রাও অধিক। সম্ভাব্য (চাল) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২০২ মেট্রিকটন। ৫০ হেক্টর জমিতে হয়েছে আগাম আলু চাষ করা হয়েছে। এবার উপশী জাতের ধান ব্রি-৩৪, ব্রি-৩৯ ব্রি-৫১, ব্রি-৫২, বিনা-১৭, সম্পা কাটারি, স্বার্ণা-৫, গুটিস্বর্ণা, রঞ্জিত, সোনামুখি এবং হাইব্রিট জাতের টিয়া, ধানিগোল্ড, হিরা, এজেড-৭০০৬ জাতের ধান চাষ হয়েছে।
তিনি আরও বলেন, একর প্রতি হাইব্রিট ফলন ৪ মেট্রিকটন ও উপশি ২.৭৫ মেট্রিকটন। তবে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও ফসল ঘরে তোলা নিয়ে আশঙ্কা আর দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, হাইব্রিট ও শোনা মুখি আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে। বাকি ধানগুলো কার্তিকের শেষ থেকে কাটা শুরু হবে। ফলন যাতে ভালো হয় সেদিক লক্ষ রেখে মাঠে গিয়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃষ্টির কারণে ফসলের ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, এটি একটি প্রাকৃতিক ব্যাপার, অল্প কিছু ফসলেন সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে, খুব একটা ক্ষতি হবে না আশা করি।
কয়েক দিনের বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেশ কিছু জমিতে ধান, আগাম জাতের আলু, রবি শস্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
শিবনগর ইউনিয়নের দুলাল হোসেন বলেন, তিনি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু ও এক একর জমিতে ধান লাগিয়েছেন বৃষ্টি ও মৃদু বাতাসে ধান গাছ নুয়ে পড়েছে, আলুর অবস্থাও খুব খারাপ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সারা রাত ও বুধবার দিনভর টানা বৃষ্টিতে উপজেলার ৭টি ইউনিয়নসহ পৌর এলাকার বেশ কিছু জমিতে গামর ধান (কচি) ধান গাছ জমির সঙ্গে মিশে গেছে, আলুর জমিতে পানি জমে আছে। দ্রুত পানি না নামলে এসব জমির আলু ও ধান গাছসহ গামর (কচি) ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এর মধ্যে আরও বৃষ্টি হলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৮ হাজার ১৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, চাষ হয়েছে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রাও অধিক। সম্ভাব্য (চাল) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২০২ মেট্রিকটন। ৫০ হেক্টর জমিতে হয়েছে আগাম আলু চাষ করা হয়েছে। এবার উপশী জাতের ধান ব্রি-৩৪, ব্রি-৩৯ ব্রি-৫১, ব্রি-৫২, বিনা-১৭, সম্পা কাটারি, স্বার্ণা-৫, গুটিস্বর্ণা, রঞ্জিত, সোনামুখি এবং হাইব্রিট জাতের টিয়া, ধানিগোল্ড, হিরা, এজেড-৭০০৬ জাতের ধান চাষ হয়েছে।
তিনি আরও বলেন, একর প্রতি হাইব্রিট ফলন ৪ মেট্রিকটন ও উপশি ২.৭৫ মেট্রিকটন। তবে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও ফসল ঘরে তোলা নিয়ে আশঙ্কা আর দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, হাইব্রিট ও শোনা মুখি আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে। বাকি ধানগুলো কার্তিকের শেষ থেকে কাটা শুরু হবে। ফলন যাতে ভালো হয় সেদিক লক্ষ রেখে মাঠে গিয়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃষ্টির কারণে ফসলের ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, এটি একটি প্রাকৃতিক ব্যাপার, অল্প কিছু ফসলেন সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে, খুব একটা ক্ষতি হবে না আশা করি।
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
২ মিনিট আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
৭ মিনিট আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এদিকে নির্বাচনী কমিটিতে না থেকেও অব্যাহতির বিষয়ে ছাত্রদলের এমন বক্তব্য মানহানিকর দাবি করে
৩ ঘণ্টা আগে