Ajker Patrika

অচেতন সহকর্মীকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নামলে দুজনেরই মৃত্যু

রংপুর প্রতিনিধি
অচেতন সহকর্মীকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নামলে দুজনেরই মৃত্যু

রংপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসক্রিয়ায় হুমায়ুন আহমেদ (৩২) ও লিটন মিয়া (২৪) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর চেয়ারম্যান মোড়ের ছিট কেল্লাবন্দ এলাকায় ঘটনাটি ঘটেছে।

হুমায়ুন আহমেদ সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং লিটন মিয়া নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের চেয়ারম্যানের মোড়ের ছিট কেল্লাবন্দ এলাকার এনামুল হকের নির্মাণাধীন ভবনে সকাল ১০টার দিকে কাজে যান হুমায়ুন আহমেদ ও লিটন মিয়া। ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নামলে বিষাক্ত গ্যাসক্রিয়ায় অচেতন হয়ে পড়েন হুমায়ুন।

হুমায়ুনকে তুলে আনতে সেপটিক ট্যাংকে নামেন তাঁর সহকারী লিটন মিয়া। কিন্তু লিটনও অক্সিজেন স্বল্পতার কারণে অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংক থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে লাশ দুটি হাজিরহাট থানায় নিয়ে যায়।

ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে নির্মাণাধীন ভবনের মালিক এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, মাসখানেক আগে নির্মাণ করা সেপটিক ট্যাংকের কিছু কাজ বাকি ছিল। সেখানে কাজ করতে গিয়ে আজ এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া আজকের পত্রিকাকে বলেন, সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত