Ajker Patrika

তিস্তার পানি বেড়ে গঙ্গাচড়ার নিম্নাঞ্চল প্লাবিত 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৯: ৪২
তিস্তার পানি বেড়ে গঙ্গাচড়ার নিম্নাঞ্চল প্লাবিত 

টানা বৃষ্টি আর উজানের ঢলে রংপুরের গঙ্গাচড়ায় বাড়ছে তিস্তার পানি। আজ বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ (৬টার পর) সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। 

তিস্তায় পানি বাড়ায় স্থানীয় লোকজন গরু, ছাগল, হাঁস, মুরগি ও তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। তলিয়ে গেছে রোপণ করা ধানের বীজতলা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য মতে, আজ সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। দুপুর ১২টায় কমে ৫২ দশমিক ২৮, ৩টায় আবারও বেড়ে ৫২ দশমিক ৩২ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬টার পর বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আজ দুপুরে সরেজমিন দেখা গেছে, তিস্তার পানি বাড়ায় গঙ্গাচড়া উপজেলার মটুকপুর, চিলাখাল, বিনবিনা, চর নোহালী, ছালাপাক আলালের চর, ইশোরকোল, খলাইয়ের চর, কাশিয়াবাড়ীর চর, ইচলি, চল্লিশসাল চরে বসবাসকারী পরিবারগুলো ফের পানিবন্দী হয়ে পড়েছেন। 

চল্লিশসাল গ্রামের বাসিন্দা কান্দুরা মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকেও পানি একটু কম ছিল। আজ সকাল থাকি পানির চাপটা একটু বেশি বাড়ছে। এ জন্য চরে মধ্যে থাকা পরিবারগুলো গরু, ছাগল নিয়া নৌকাত করি উঁচু জায়গাত আসিবার লাগতেছে।’ 

এ সময় বাগেরহাট এলাকার সাইয়েদুল ইসলাম বলেন, ‘হামারগুলার বাপদাদার ভিটামাটি সবকিছুই নদীরপারত এই জন্যেতে কপালে না আটি পরি আছি এই নদীর পারত। এত কিছু নদী শাসন নিয়ে মিছিল মিটিং কর্ণ যদি নদীটা শাসন করি দেয় সরকার; তা কই নদী শাসনের কিছুই দেখি চোল না।’ 

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, তিস্তার পানি প্রবাহ সকাল থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। ব্যারেজ রক্ষার্থে ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ